প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও দৈনিক যুগের বার্তা পত্রিকার নির্বাহী সম্পাদক হাবিবুর রহমান হাবিব হৃদরোগে আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন। তাঁর আশু সুস্থতা কামনা করে এক বিবৃতিতে সাতক্ষীরা জেলা টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন গভীর উদ্বেগ প্রকাশ করেছে। শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটির সভাপতি ও এনটিভির ক্যামেরা পার্সন শেখ আরিফুল ইসলাম আশা এবং সাধারণ সম্পাদক জাকির ইসলাম বলেন, “হাবিবুর রহমান হাবিব একজন বর্ষীয়ান সাংবাদিক। সাতক্ষীরার গণমাধ্যমে তাঁর অবদান অনস্বীকার্য। আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি এবং তাঁর পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের আহ্বান জানাচ্ছি।” সাংবাদিক হাবিবুর রহমান হাবিবের সুস্থতা কামনায় আরও বিবৃতি দিয়েছেন অর্থ বিষয়ক সম্পাদক এটিএন বাংলার মো: ইয়ারুল ইসলাম, দফতর সম্পাদক সময় টিভির মো: সাগর হোসেন, আরটিভির মো: মামুন রেজা, মাইটিভির একরামুজ্জামান জনি, যমুনা টিভির জিয়ারুল ইসলাম, এনটিভি অনলাইনের সদর উপজেলা প্রতিনিধি চন্দন চৌধুরী, বাংলাভিশন অনলাইনের মো: ফারুক হোসেন রাজ ও এখন টিভির মাসুদ রানা মনা। তারা সকলে হাবিবুর রহমান হাবিবের সুস্থতা কামনায় সকলের দোয়া চেয়েছেন।