দেবহাটা প্রতিবেদক: দেবহাটা থানার পৃথক অভিযানে পরিচালনাকালে ১মাদক ব্যবসায়ী, ৫জুয়ারী এবং পরোয়ানাভূক্ত ৩আসামী সহ ৯জন আসামী গ্রেফতারকরেছে পুলিশ। দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) হযরত আলির নেতৃত্বে এসআই লেলিন বিশ্বাস, এসআই শরিফুল ইসলাম, এসআই রাজু আহমেদ, এএসআই লিয়াকত আলী, এএসআই শফিউর রহমান, এএসআই ইমদাদুল হক সংগীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন। অভিযানে মাঝপারুলিয়া গ্রাম থেকে মাদক ব্যবসায়ী নন্দ দাস (৫৫) কে গাঁজা সহ গ্রেফতার করে। এছাড়াও পৃথক অভিযান পরিচালনা করাকালে তাসদ্বারা জুয়া খেলারত অবস্থায় দেবহাটা গ্রামের কবির হোসেন (৩৮), আবু সাঈদ (৪০), পিয়ার আলী (৫৫), চন্ডিপুর গ্রামের শওকত (৫৭), বসন্তপুর গ্রামের আলমগীর হোসেন (২৭) কে গ্রেফতার করে। অপর অভিযান পরিচালনাকালে পরোয়ানা ভূক্ত আসামী কালিকৃষ্ণপুর(কামটা) গ্রামের আজিজুল গাজী, নুরুজ্জামান হোসেন (২৭), দক্ষিন কুলিয়া গ্রামের আশুরা খাতুনকে গ্রেফতার করে। দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) হযরত আলি জানান, দেবহাটাকে অপরাধ মুক্ত করতে পুলিশ তৎপর রয়েছে। তারই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী, জুয়াড়ী ও ওয়ারেন্ট ভূক্ত ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। উক্ত আসামীদেরকে ১৯ মার্চ বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে। তিনি আরো বলেন, পুলিশ জনগনের বন্ধু। তাই পুলিশকে প্রতিপক্ষ না ভেবে সহযোগীতা করুন। আমরা আপনাদের সেবায় নিয়োজিত আছি।