সাতক্ষীরা দুপুর ১২:০২ সোমবার , ১৭ মার্চ ২০২৫
  • ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি
    1. অর্থনীতি
    2. আইসিটি
    3. আন্তর্জাতিক
    4. আশাশুনি
    5. উপকূল
    6. কলাম
    7. কলারোয়া
    8. কালিগঞ্জ
    9. খুলনা
    10. খেলার খবর
    11. জাতীয়
    12. জেলার খবর
    13. জ্বালানি
    14. তালা
    15. দেবহাটা
    https://shoyaibenterprise.com/
    আজকের সর্বশেষ সবখবর

    তালায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ষান্মানিক সভা  

    mir khairul alam
    মার্চ ১৭, ২০২৫ ১১:০৮ অপরাহ্ণ
    Link Copied!

    তালা প্রতিনিধি: তালা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ষান্মানিক সভা সোমবার (১৭ মার্চ) সকালে উপজেরা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের এক্সিলারেটিং লাইভলিহুড অপরচুনিটিস টু বিল্ড রেজিলেন্ট কমিউনিটিস (আলো) প্রকল্পের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগীতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, তালা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল। সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মাছুম বিল্লাহ, সহকারী সার্জন ডা. মনি মোহন ঘোষ, ইসলামকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফ হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, খাদ্য কর্মকর্তা মো. আশরাফ হোসেন, উপজেলা সমাজ সেবা অফিসার মনোজ কান্তি রায়, প্যানেল চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, শেখ মাসুদ, রেজাউল করিম ও মিল অফিসার সৈয়দ আলম প্রমুখ।
    আলো প্রকল্পের প্রজেক্ট অফিসার রনজিত দাশের সঞ্চালনায় সভায় দুর্যোগের কারন, ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠী ও দুর্যোগের ক্ষতি থেকে প্রতিকার বিষয়ে মুল বক্তব্য উপস্থাপন করেন আলো প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার প্রদোষ মানকিন।
    এসময় সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিকসহ উপজেলা দুর্যোগ ব্যবস্থা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
    সভায়- দুর্যোগ কি, তালা উপজেলা দুর্যোগ প্রবণ এলাকা চিহ্নিতকরন ও দুর্যোগের ক্ষয়-ক্ষতি মোকাবেলা কর, সকল ওয়ার্ড ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনার কমিটির সক্রিয়করণ এবং কমিটিগুলোর প্রতিমাসে সভা নিশ্চিত করা সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।