সাতক্ষীরা সকাল ৯:৫৪ রবিবার , ১৬ মার্চ ২০২৫
  • ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি
    1. অর্থনীতি
    2. আইসিটি
    3. আন্তর্জাতিক
    4. আশাশুনি
    5. উপকূল
    6. কলাম
    7. কলারোয়া
    8. কালিগঞ্জ
    9. খুলনা
    10. খেলার খবর
    11. জাতীয়
    12. জেলার খবর
    13. জ্বালানি
    14. তালা
    15. দেবহাটা
    https://shoyaibenterprise.com/
    আজকের সর্বশেষ সবখবর

    সাতক্ষীরা শহর ছাত্রদলের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ

    mir khairul alam
    মার্চ ১৬, ২০২৫ ৬:৪৯ অপরাহ্ণ
    Link Copied!

    নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় তারেক রহমানের পক্ষ থেকে সাতক্ষীরা শহর ছাত্রদলের আয়োজনে পথচারীদের মাঝে ইফতার উপহার বিতরণ করা হয়েছে।

    রবিবার (১৬ মার্চ) সাতক্ষীরা শহরের ডাকবাংলা মোড় ও তালতলা স্কুল মোড়ে পথচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।

    শহর ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত থেকে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।

    এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর ছাত্রদলের সদস্য সচিব মোঃ শাহিন ইসলাম, সদর থানা তাতী দলের সদস্য সচিব নাহিদ হাসান টিপু, শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন কোরাইশি, আহ্বায়ক সদস্য শরিফুল ইসলাম, সাতক্ষীরা দিবা-নৈশ্য কলেজ ছাত্রদলের তামিম রশিদ, আহসানিয়া মিশন মাদ্রাসা ছাত্রদলের হাফেজ আমিনুর রহমান, সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রদলের রুবাইসহ অন্যান্য নেতাকর্মীরা।

    সাতক্ষীরা শহর ছাত্রদলের সদস্য সচিব মোঃ শাহিন ইসলাম বলেন, “পবিত্র রমজান উপলক্ষে পথচারীদের মাঝে ইফতার বিতরণ একটি মানবিক কার্যক্রম। তারেক রহমানের নির্দেশে ছাত্রদল সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।”

    এই উদ্যোগকে পথচারী ও স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন এবং এমন মানবিক কার্যক্রমের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।