সাতক্ষীরা রাত ১১:৪৭ মঙ্গলবার , ১১ মার্চ ২০২৫
  • ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি
    1. অর্থনীতি
    2. আইসিটি
    3. আন্তর্জাতিক
    4. আশাশুনি
    5. উপকূল
    6. কলাম
    7. কলারোয়া
    8. কালিগঞ্জ
    9. খুলনা
    10. খেলার খবর
    11. জাতীয়
    12. জেলার খবর
    13. জ্বালানি
    14. তালা
    15. দেবহাটা
    https://shoyaibenterprise.com/
    আজকের সর্বশেষ সবখবর

    যাকাতভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার মধ্যেই আর্ত-মানবতার অর্থনৈতিক মুক্তি সম্ভব: অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ

    mir khairul alam
    মার্চ ১১, ২০২৫ ১০:১৮ অপরাহ্ণ
    Link Copied!

    ফারুক হোসেন রাজ, স্টাফ রিপোর্টার: রমজান মাসের গুরুত্ব ও যাকাতের তাৎপর্য নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা যাকাত ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং যাকাত আদায়ের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।

    সেমিনারের প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও তালা-কলারোয়ার গণমানুষের নেতা অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ বলেন, “নামাজ-রোজার মতোই যাকাত আদায় করাও ফরজ ইবাদত। অথচ আমরা অনেকেই যাকাত প্রদানে অবহেলা করি। এটি সম্পদের পবিত্রতা অর্জনের মাধ্যম এবং দরিদ্র ও হতদরিদ্রদের হক। পবিত্র কুরআনে নামাজের পাশাপাশি যাকাতের কথাও গুরুত্বের সঙ্গে বলা হয়েছে। সুতরাং, একজন মুসলমান হিসেবে ঈমানের দাবি পূরণ করতে হলে নির্ধারিত নিয়মে যাকাত প্রদান করতে হবে। যাকাতভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমেই আর্ত-মানবতার অর্থনৈতিক মুক্তি সম্ভব।”

    তিনি আরও বলেন, “ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই প্রকৃত যাকাত ব্যবস্থাপনা সম্ভব হবে। তবে ব্যক্তিগত ও সংগঠনিকভাবে যাকাত ব্যবস্থাপনা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। সকল সাহেবে নিসাবগণ যেন সঠিকভাবে যাকাত প্রদান করেন, সে বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা জরুরি।“

    মঙ্গলবার (১১ মার্চ) বিকালে অনুষ্ঠিত এই সেমিনারে সভাপতিত্ব করেন কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা মোঃ কামারুজ্জামান এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম।

    সেমিনারের প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. ছামিউল হক ফারুকী। তিনি বলেন, “যাকাত কোনো অনুগ্রহ নয়, বরং এটি ধনী ব্যক্তিদের ওপর আল্লাহর পক্ষ থেকে আরোপিত একটি দায়িত্ব। রাসুল (সা.) বলেছেন, ধনীদের সম্পদের ওপর দরিদ্রদের অধিকার রয়েছে এবং এটি তাদের কাছে পৌঁছে দেওয়া ফরজ।“

    বিশেষ অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সফল ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখে। যখন সেই বিপ্লব সফল হবে, তখন রাষ্ট্রের পক্ষ থেকে যাকাত ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে। তবে বর্তমানে সংগঠনের পক্ষ থেকে নির্ধারিত ৮টি খাত অনুসারে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে যাকাত বিতরণ করা হচ্ছে।“

    অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর ইউনিট সদস্য মাওলানা ওমর আলী, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুল হামিদ, প্রভাষক হাফিজুর রহমান, অধ্যাপক আব্দুর রাজ্জাক, সহকারী সেক্রেটারি অধ্যাপক শাহজাহান কবীর, অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু, একেএম কুরবান আলী, মাওলানা আহম্মদ আলী, প্রভাষক আসাদুজ্জামান ফারুকী, এরশাদ আলী, জাহিদ হাসান মিঠু, পৌর আমীর অধ্যাপক ইউনুস আলী বাবু এবং ইসলামী ব্যাংক পিএলসি কলারোয়া শাখার ব্যবস্থাপক মুশফিকুল করিমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

    বক্তারা বলেন, রমজান মাস তাকওয়া অর্জনের সময়, আর যাকাত আদায়ের মাধ্যমে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব। তারা সকল বিত্তশালী ব্যক্তিকে যাকাত আদায়ের আহ্বান জানান এবং পবিত্র কুরআনের নির্ধারিত ৮টি খাত অনুসারে যাকাত বিতরণের তাগিদ দেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।