দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফিরোজ হোসেন তুহিন এর নামে অপ-প্রচারের ঘটনায় সাধারণ ডায়েরী দায়ের হয়েছে। যার নং-২৪৯। গত ৬ মার্চ তারিখে রাত ১০.৩৩ মিনিটের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে দেশের মুখ নামক অনলাইন পত্রিকা ও ধ্রুব তারা নামক ফেইসবুকে ফেনসিডিল নিয়ে একটি পোষ্ট করা হয়েছে। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফিরোজ হোসেন তুহিন জানান, একটি মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে আমার সম্মানহানীর চেষ্টা করে। যে বিষয় নিয়ে প্রতিবেদন প্রকাশ হয়েছে, সে বিষয়টি সম্পর্কে আমি কিছুই জানিনা। আমার সামাজিক ও রাজনৈতিক প্রতিহিংসার কারণে কতিপয় ব্যক্তি আমার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা তথ্য ও গুজব ছড়াচ্ছে। আমার বিরুদ্ধে কোন মামলা বা মাদক সংক্রান্ত বিষয়ে কোন অভিযোগ নেই। কোন অজ্ঞাতনামা ব্যক্তি বা বাক্তিরা আমার মানসমান নষ্ট ও বড় ধরনের ক্ষয়ক্ষতি করতে এ গুজব ছড়ানো হয়েছে। এঘটনায় আমি নিজের পক্ষ থেকে সাধারণ ডায়েরী করেছি। এধরণের গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।