ডেস্ক রিপোর্ট:
সাতক্ষীরায় ভুমিহীনদের উপর হামলা ও জমি দখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ মার্চ) সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে ভূমিহীন সংগ্রাম কমিটির আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ভূমিহীন নেতা সেকেন্দার আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মো. আলম হোসেন, জাকির হোসেন সহ আরও অনেকে।
এসময় বক্তারা অভিযোগ করেন, ভূমিহীন জনপদের শহীদ জায়েদা নগরের সাবেক সভাপতি ওহfব আলি সরদার ক্ষমতার অপব্যবহার করে ভূমিহীনদের সম্পদ নিজের নামে করেছেন। ফুটবল মাঠ, শিক্ষা প্রতিষ্ঠান, ঘরবাড়িসহ বিভিন্ন সম্পত্তি দখল করা হয়েছে বলেও দাবি করেন তারা। ভূমিহীনদের সম্পত্তি ফিরিয়ে দেওয়া ও হামলার সুষ্ঠু বিচার দাবি করেন বক্তারা। অন্যথায় কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা।
মানববন্ধন শেষে তিন শতাধিক ভূমিহীন অসহায় মানুষ সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ ও পুলিশ সুপার মনিরুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করে।