সাতক্ষীরা রাত ১১:৫৫ রবিবার , ২ মার্চ ২০২৫
  • ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি
    1. অর্থনীতি
    2. আইসিটি
    3. আন্তর্জাতিক
    4. আশাশুনি
    5. উপকূল
    6. কলাম
    7. কলারোয়া
    8. কালিগঞ্জ
    9. খুলনা
    10. খেলার খবর
    11. জাতীয়
    12. জেলার খবর
    13. জ্বালানি
    14. তালা
    15. দেবহাটা
    https://shoyaibenterprise.com/
    আজকের সর্বশেষ সবখবর

    সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অভিযোগে ৪ জেলে আটক

    mir khairul alam
    মার্চ ২, ২০২৫ ৩:১৮ অপরাহ্ণ
    Link Copied!

    ডেস্ক রিপোর্ট: পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের আওতাধীন অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে চার জেলেকে আটক করেছে বন বিভাগ।

    শনিবার (১ মার্চ) সকালে বুড়িগোয়ালিনী স্টেশনের পুষ্পকাটি অভয়ারণ্য এলাকা থেকে তাদের আটক করা হয়।

    আটক জেলেরা হলেন, উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের সামসুর রহমান গাজীর ছেলে আহমাদ আলী গাজী (৫০), সেন্টাল কালিনগর গ্রামের মোসলেম উদ্দিন বিশ্বাসের ছেলে জাহাঙ্গীর হায়দার (৫৩), মৃত মোন্তেজ আলী গাজীর ছেলে আতহার আলী (৪৫) ও দক্ষিণ কদমতলা গ্রামের মোঃ ইসমাইল গাজীর ছেলে আব্দুল করিম (৩৮)।

    পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান জানান, সুন্দরবনের স্মার্ট টিমের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে পুষ্পকাটি অভয়ারণ্য এলাকায় অভিযান চালিয়ে চার জেলেকে আটক করতে সক্ষম হয়। এসময় তাদের কাছ থেকে দুটি নৌকা, জাল ও মাছ ধরার সরঞ্জাম জব্দ করা হয়েছে।

    তিনি আরও জানান, আটক জেলেদের বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

    এদিকে, দায়িত্বশীল একটি সূত্র জানায়, পুষ্পকাটি টহল ফাঁড়ির সদস্য আব্দুস সালাম ২০ হাজার টাকার চুক্তিতে তাদের অভয়ারণ্য এলাকায় মাছ ধরার ব্যবস্থা করে দেন। টাকা নিয়েও আটক করায় বিষয়টি প্রকাশ্যে আসে। এছাড়া বেশকিছু মাছসহ তাদের আটক করা হলেও পরে মাছগুলোর কোন হদিস মেলেনি।

    এ বিষয়ে পুষ্পকাটি টহল ফাঁড়ির সদস্য আব্দুস সালাম টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, এসব বিষয়ে আমি কিছু জানি না।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।