সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো সার্ক সাংবাদিক ফোরাম ইউএইর অভিষেক অনুষ্ঠান। আন্তর্জাতিক অঙ্গনের খ্যাতিসম্পন্ন সাংবাদিকদের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে মানবতার কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন সংগঠনের নেতারা।
অনুষ্ঠানে আন্তর্জাতিক গণমাধ্যমকর্মী হিসেবে সম্মাননা পেয়েছেন আফগানিস্তানের খালিজ টাইমস বিজনেস কন্টেন্ট এডিটর মোজাফফর রিজভি, বাংলাদেশের গালফ নিউজের সাবেক বিজনেস এডিটর ও প্যান এশিয়ার চেয়ারম্যান সাইফুর রহমান, নেপালের সার্ক সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি রাজু লামা, বাংলাদেশের সার্ক সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন নিউজ টাইমস আমিরাত প্রতিনিধি আনসার আকরাম, ভারতের কাশ্মীরের জনপ্রিয় গণমাধ্যমকর্মী ইরতিকা কোরেশি এবং বাংলাদেশি কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক তারেকুল ইসলাম।
এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন আরো অনেকে। শ্রেষ্ঠ চাকরিজীবী হিসেবে স্বীকৃতি পেয়েছেন আবুধাবি বিচার বিভাগের অনুবাদক মাওলানা মীর শওকত খলিল। শ্রেষ্ঠ খতিব হয়েছেন মাওলানা ড. আব্দুস ছালাম সাঈদ করিম আল আজহারি। শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে পুরস্কৃত হয়েছেন শারজাহ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদ আবিদুর রহমান এবং শারজাহ এম্বাসেডর স্কুলের শিক্ষিকা শামসুন নাহার। শ্রেষ্ঠ শিক্ষার্থী ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন আফসানা হেলেন, দেলোয়ার হোসেন সিদ্দিকী (আলদার ইউনিভার্সিটি দুবাই) এবং মেহজাবিন স্নিগ্ধা (ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ)।
ব্যাংকিং খাতে বিশেষ অবদানের জন্য পুরস্কার পেয়েছেন জনতা ব্যাংকের রিয়াদ হোসেন এবং ফাস্ট আবুধাবি ব্যাংকের মো. ফরিদ উদ্দিন মজুমদার। নারী উদ্যোক্তা হিসেবে সম্মানিত হয়েছেন শিমা ইসহাক, হোসনেয়ারা সিদ্দিকী এবং মোসা. মরিয়াম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সার্ক সাংবাদিক ফোরাম ইউএইর সহ-সভাপতি নাসিম উদ্দিন আকাশ, সঞ্জিত কুমার শীল, সাগর চন্দ্র স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার উদ্দিন রনি, সহ সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক মানিক, অর্থ সম্পাদক মামুনুর রশীদ, সাংস্কৃতিক সম্পাদক মো. রিদোয়ান এবং কমিউনিটি নেতা শাহিনুর শাহিন, কামাল হোসেন সুমন প্রমুখ।