সাতক্ষীরা রাত ১১:৫৫ বুধবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৫
  • ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি
    1. অর্থনীতি
    2. আইসিটি
    3. আন্তর্জাতিক
    4. আশাশুনি
    5. উপকূল
    6. কলাম
    7. কলারোয়া
    8. কালিগঞ্জ
    9. খুলনা
    10. খেলার খবর
    11. জাতীয়
    12. জেলার খবর
    13. জ্বালানি
    14. তালা
    15. দেবহাটা
    https://shoyaibenterprise.com/
    আজকের সর্বশেষ সবখবর

    সাতক্ষীরায় জলবায়ু সাংবাদিকতায় প্রশিক্ষণ, সাংবাদিক জি এম মনিরুজ্জামানের নতুন প্রতিশ্রুতি

    mir khairul alam
    ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ৮:৩২ অপরাহ্ণ
    Link Copied!

     জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা সাতক্ষীরার মানুষের জন্য আরও কার্যকর ও জনস্বার্থমূলক সংবাদ পরিবেশনের লক্ষ্যে বিবিসি মিডিয়া অ্যাকশন তিন দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। ২৩-২৫ ফেব্রুয়ারি সাতক্ষীরার মোজাফফর গার্ডেন এন্ড রিসোর্টে অনুষ্ঠিত এই কর্মশালায় জেলার ২২ জন সাংবাদিক অংশ নেন। প্রশিক্ষণে সাংবাদিকদের আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও উপস্থাপনের কৌশল শেখানো হয়। বিশেষ করে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে সঠিক সময়ে সঠিক তথ্য পৌঁছানোর গুরুত্ব তুলে ধরা হয়। জাতীয় দৈনিক প্রতিদিনের সংবাদ-এর শ্যামনগর উপজেলা প্রতিনিধি ও শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক জিএম মনিরুজ্জামান এই প্রশিক্ষণে অংশ নিয়ে নতুন দৃষ্টিভঙ্গি অর্জন করেছেন। তিনি বলেন, সাংবাদিকতা শুধু খবর প্রচারের জন্য নয়, বরং মানুষের জন্য কার্যকর তথ্য পৌঁছে দেওয়ার মাধ্যমও। এই প্রশিক্ষণ আমাকে শিখিয়েছে, কীভাবে তথ্য দিয়ে মানুষকে দুর্যোগের ঝুঁকি থেকে রক্ষা করা যায়। তিনি আরও জানান, প্রশিক্ষণে পাওয়া অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি জলবায়ু পরিবর্তন ও আবহাওয়া সংক্রান্ত আরও গভীর ও গবেষণাধর্মী প্রতিবেদন তৈরি করবেন, যা উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য সহায়ক হবে। প্রশিক্ষণ পরিচালনা করেন বিবিসি মিডিয়া অ্যাকশনের মিডিয়া ডেভেলপমেন্ট অফিসার নূর সিদ্দিকী, যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আহমেদ রেজা ও রাইমসের তানজিলুর রহমান। বিবিসি মিডিয়া অ্যাকশনের মিডিয়া ডেভেলপমেন্ট ম্যানেজার রাশেদুল হাসান জানান, কক্সবাজার, জামালপুর, কুড়িগ্রাম, সাতক্ষীরা ও সুনামগঞ্জের ১০০ জন সাংবাদিকের দক্ষতা উন্নয়নে কাজ করা হচ্ছে। শুধু প্রশিক্ষণই নয়, সাংবাদিকদের দক্ষতা বাড়াতে নিয়মিত মেন্টরিং কর্মসূচিও চলবে। সাংবাদিক জিএম মনিরুজ্জামান মনে করেন, সঠিক সময়ে সঠিক তথ্য পৌঁছালে মানুষ দুর্যোগের আগে প্রস্তুতি নিতে পারে। তিনি প্রত্যাশা করেন, ভবিষ্যতে আরও এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হলে, সাংবাদিকরা আরও দক্ষ হয়ে জনগণের জন্য কার্যকর তথ্যসেবা নিশ্চিত করতে পারবেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।