সাতক্ষীরা রাত ১১:৩৮ বুধবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৫
  • ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি
    1. অর্থনীতি
    2. আইসিটি
    3. আন্তর্জাতিক
    4. আশাশুনি
    5. উপকূল
    6. কলাম
    7. কলারোয়া
    8. কালিগঞ্জ
    9. খুলনা
    10. খেলার খবর
    11. জাতীয়
    12. জেলার খবর
    13. জ্বালানি
    14. তালা
    15. দেবহাটা
    https://shoyaibenterprise.com/
    আজকের সর্বশেষ সবখবর

    সাতক্ষীরায় বিএনপির সমাবেশ: প্রভুদের খুশি করতে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ক্ষমতায় ছিল হাসিনা

    Editor
    ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১:১৩ অপরাহ্ণ
    Link Copied!

    ডেস্ক রিপোর্ট: শেখ হাসিনা বিদেশি প্রভুদের খুশি করতে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ক্ষমতায় টিকে ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেকমন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী।

    মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

    নিতাই রায় চৌধুরী বলেন, এই দেশের উপর জগদ্দল পাথরের মতো, হিমালয়ের মতো যে ভয়ংকর ফ্যাসিবাদী শক্তি চেপে বসেছিল। সেই ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে আমাদের পার্টি, আমরা দীর্ঘ ১৭ বছর যাবত লড়াই করেছি, সংগ্রাম করেছি। এই লড়াই করতে গিয়ে আমাদের হাজার হাজার ভাই গুম হয়েছে, মিথ্যা মামলায় আমাদের নেত্রী খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে, তারেক রহমান দেশে ফিরতে পারেন নাই। কিন্তু ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ২৪-এ শেখ হাসিনা পালিয়েছে, ৭১-এ শেখ মুজিবুর রহমান পালিয়েছিল। আওয়ামী লীগ এদেশে মুক্তিযুদ্ধ করেনি, শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধ করেনি। মুক্তিযুদ্ধ করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি স্বাধীনতার ঘোষণা দেন। মুক্তিযুদ্ধ ছিল একটি গণযুদ্ধ। গত ১৬ বছর তারা এই গণযুদ্ধের ইতিহাস বিকৃত করেছে। তারা রাষ্ট্রীয় সম্পদ লুট করেছে। শেখ হাসিনা দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে, সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করেছে। শেখ হাসিনা বিদেশি প্রভুদের খুশি করতে, তাদের তাবেদারী করতে, তাদের পুতুল হিসেবে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ক্ষমতায় টিকে ছিল।

    তিনি আরও বলেন, সারা বাংলাদেশের মানুষ এখন নির্বাচনের কথা বলছে। বিএনপি ক্ষমতার জন্য নয়, বিএনপি জনগণের ক্ষমতায়নের জন্য নির্বাচন চাই। আমরা সরকারকে বোঝাতে চাই আপনাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই। আমরা চাই আপনারা সফল হন। আমরা সহযোগিতা করছি, সহযোগিতা করবো। কিন্তু একটি কথা, পার্লামেন্ট ছাড়া আপনারা কোন সংস্কার করলে কার্যকর করতে পারবেন না। তাই স্থানীয় নির্বাচনের আগে যতদ্রুত সম্ভব ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের দিন। এজন্য প্রয়োজনে বিএনপির সাথে বসুন। সব রাজনৈতিক দলের সাথে বসে আলোচনা করুন।

    তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তি বিদেশে বসে এখনো ষড়যন্ত্র করছে। যদিও সেই ষড়যন্ত্র কার্যকর হবে না। তাই আগে জাতীয় নির্বাচন দিয়ে দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনুন।

    জনসভায় সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশের সভাপতিত্বে ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব, জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কাজী আলাউদ্দিন ও ডা. মোঃ শহিদুল আলম, জেলা বিএনপির সাবেক আহবায়ক সৈয়দ ইফতেখার আলী, সাবেক সদস্য সচিব আব্দুল আলিম, সাবেক যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপির বর্তমান যুগ্ম আহবায়ক তাসকিন আহমেদ চিশতী, আবুল হাসান হাদী, ড. মোঃ মনিরুজ্জামান ও আকতারুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুজ্জামান ভুট্টো, জেলা কৃষক দলের আহবায়ক সালাউদ্দিন মিন্টু, জেলা তাঁতীদলের আহবায়ক হাসান শাহরিয়ার রিপন, জেলা মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটি, জেলা জিয়া পরিষদের সভাপতি নূর মোহাম্মদ পাড় প্রমুখ।

    এর আগে জেলা শহর ও বিভিন্ন উপজেলা থেকে আসা নেতা-কর্মীদের ভীড়ে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।