সাতক্ষীরা সকাল ৭:২৬ মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৫
  • ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি
    1. অর্থনীতি
    2. আইসিটি
    3. আন্তর্জাতিক
    4. আশাশুনি
    5. উপকূল
    6. কলাম
    7. কলারোয়া
    8. কালিগঞ্জ
    9. খুলনা
    10. খেলার খবর
    11. জাতীয়
    12. জেলার খবর
    13. জ্বালানি
    14. তালা
    15. দেবহাটা
    https://shoyaibenterprise.com/
    আজকের সর্বশেষ সবখবর

    এক যুগ পর মঙ্গলবার আশাশুনিতে জামায়াতের কর্মী সম্মেলন

    mir khairul alam
    ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ৬:৩৪ অপরাহ্ণ
    Link Copied!

    নিজস্ব প্রতিনিধি: আশাশুনিতে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন সফল করতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে আশাশুনি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার।

    তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনার দুঃশাসনে নির্যাতন ও নিপীড়ন কে উপেক্ষা করে ৫ আগস্ট হাসিনা পতনের পর জনতার বিজয় অর্জিত হয়েছে। তাই দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভের লক্ষ্য নিয়ে দীর্ঘ এক যুগ পরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে (২৬ ফেব্রুয়ারি, মঙ্গলবার) বাংলাদেশ জামায়াতে ইসলামীর আশাশুনিতে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে।

    সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর সাবেক সাংসদ অধ্যাপক মুজিবুর রহমান।

    এছাড়া কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। লক্ষাধিক জনসমাগমের লক্ষ্যে ঐতিহাসিক এ কর্মী সম্মেলনে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমাদের ৫ শতাধিক স্বেচ্ছাসেবক নিরাপত্তা ব্যবস্থায় সাহায্য করবে। সকাল ১০টা থেকে নারী কর্মীদের সম্মেলন শেষে দুপুরে মূল সম্মেলন অনুষ্ঠিত হবে।

    প্রধান অতিথির দিকনির্দেশনা মূলক বক্তব্য শুনতে ও সম্মেলনকে সফল করতে সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সংবাদ সম্মেলন থেকে দলমত নির্বিশেষে উদাত্ত আহ্বান জানানো হয়েছে।

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওঃ নূরুল আবছার মুরতাজা, কর্ম পরিষদ সদস্য এপিপি এ্যাডভোকেট শহীদুল ইসলাম, সেক্রেটারী মাওঃ আনারুল হক, সহ সেক্রেটারী প্রফেসর শাহজাহান আলী, ডাঃ রোকনুজ্জামান, মাওঃ আব্দুল বারী, সাবেক সেক্রেটারি এবিএম আলমগীর পিন্টু, পেশাজীবী বিভাগের সভাপতি মাওঃ আতাউর রহমান ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাসুম বিল্লাহ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।