সাতক্ষীরা দুপুর ১২:৫২ সোমবার , ১১ মার্চ ২০২৪
  • ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
    1. অর্থনীতি
    2. আইসিটি
    3. আন্তর্জাতিক
    4. আশাশুনি
    5. উপকূল
    6. কলারোয়া
    7. কালিগঞ্জ
    8. খুলনা
    9. খেলার খবর
    10. জাতীয়
    11. জেলার খবর
    12. জ্বালানি
    13. তালা
    14. দেবহাটা
    15. পাইকগাছা
    আজকের সর্বশেষ সবখবর

    প্রেসক্লাবে গার্ড অব অনার প্রদান শেষে সাংবাদিক এ কে হিরু’র দাফন সম্পন্ন

    Editor
    মার্চ ১১, ২০২৪ ১:২৪ পূর্বাহ্ণ
    Link Copied!

    নিজস্ব প্রতিনিধি:
    খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চ্যানেল আইএর সাবেক খুলনা ব্যুরো প্রধান বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল খালেক হিরু ( এ কে হিরু) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি …. রাজিউন)।

    রবিবার দুপুর ১টার দিকে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

    সাংবাদিক এ কে হিরু’র মরদেহ রবিবার বিকেলে খুলনা প্রেসক্লাবের শহীদ শেখ আবু নাসের ব্যাংকুয়েট হল চত্বরে আনা হয় শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য। সেখানে বীর মুক্তিযোদ্ধা এ কে হিরুকে যাথাযথ মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।

    প্রথমে খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির হাসান এবং মুক্তিযোদ্ধা সংসদ খুলনা মহানগর ইউনিটের সাবেক কমান্ডার অধ্যাপক আলমগীর কবির ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, খুলনা প্রেসক্লাব, খুলনা সাংবাদিক ইউনিয়ন, রূপান্তর, সচেতন নাগরিক কমিটি(সনাক) সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাঁর মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়।

    শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, খুলনা সংবাদপত্র পরিষদের সভাপতি মোহাম্মদ আলী সনি. খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী ও মল্লিক সুধাংশু, ক্লাবের সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল ও শেখ মো: সেলিম, কার্যনির্বাহী সদস্য মোঃ শাহ আলম, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

    সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমের প্রথম জানাজা খুলনা প্রেসক্লাবের শহীদ শেখ আবু নাসের ব্যাংকুয়েট হল চত্বরে অনুষ্ঠিত হয়। বাদ মাগরিব মুসলমান পাড়া দারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে নিরালা কবরস্থানে দাফন করা হয়।

    এদিকে সাংবাদিক এ কে হিরু’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।