সাতক্ষীরা সকাল ৯:১৭ বৃহস্পতিবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৫
  • ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ১৪ই রমজান, ১৪৪৬ হিজরি
    1. অর্থনীতি
    2. আইসিটি
    3. আন্তর্জাতিক
    4. আশাশুনি
    5. উপকূল
    6. কলাম
    7. কলারোয়া
    8. কালিগঞ্জ
    9. খুলনা
    10. খেলার খবর
    11. জাতীয়
    12. জেলার খবর
    13. জ্বালানি
    14. তালা
    15. দেবহাটা
    https://shoyaibenterprise.com/
    আজকের সর্বশেষ সবখবর

    তালার সমকাল স্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

    mir khairul alam
    ফেব্রুয়ারি ১৩, ২০২৫ ১১:০৬ অপরাহ্ণ
    Link Copied!

    তালা প্রতিনিধি: তালা উপজেলার জাতপুর সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠ চত্বরে অত্র বিদ্যাপীঠের ৪০ বছর পূর্তিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকালে খুলনা বিএল কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর শামসুন নাহারের সভাপতিত্বে সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ^বিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও বিজয়’৭১ হল প্রভোস্ট প্রফেসর ড. স.ম. আলী রেজা।
    শিক্ষক পলাশ কুমার মন্ডলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীনের গুয়াংজু সান বিশ^বিদ্যালয়ের কারিকুলাম ডেভেলপমেন্ট ডাইরেক্টর (সহযোগী অধ্যাপক) সান ইয়েট জি এম আমিনুল ইসলাম এবং সাতক্ষীরা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রিংকন বিশ^াস। স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের দাতা সদস্য এবং উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম।
    এরআগে সোমবার তিন দিনব্যাপী উক্ত ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. শেখ মাহমুদুল হক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম, সাবেক যুগ্ম-সম্পাদক অধ্যাপক মোশারাফ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, অধ্যাপক রেজাউল ইসলাম, অধ্যাপক অচিন্ত্য সাহা ও অত্র বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন প্রমুখ। সমাপনী দিনে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।