বি. এম. জুলফিকার রায়হান, তালা: নদী, খাল, বিল তথা জলাশয়ের রোগাক্রান্ত মাছ খেয়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখছে মেছো বিড়াল। গ্রামের কিছু মানুষ এই বন্যপ্রাণির গুরুত্ব না বুুুুুুুুুুুুুুুুুুুুঝে নানান ভুল ধারনা নিয়ে মেছো বিড়ালকে নির্বিচারে হত্যা করছে। ফলে এলাকা থেকে দিনে দিনে বিলুপ্ত হচ্ছে বনবিভাগের ১নং তফশীলভুক্ত এই নিরিহ ও উপকারী প্রাণি।
গ্রামের ছাগল, হাঁস, মুরগি ধরে খাওয়ার কথিত কল্প কাহিনীর জেরে তালা উপজেলা কলিয়া গ্রামে একটি মেছো বিড়ালকে নিষিদ্ধ ঘোষিত এয়ারগানয় গুলি করে দূর্বল করার পর নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। গত সোমবার (১৩ জানুয়ারী) সন্ধ্যায় কলিয়া গ্রামের একদল মানুষ বিড়ালটিকে হত্যা করে। পরদিন মঙ্গলবার হত্যার শিকার মেছো বিড়ালটির সাথে ছবি তুলে কয়েক ব্যক্তি ফেসবুকে ছবিসহ ঘটনা পোষ্ট করে। বিষয়টি বন্যপ্রাণি অপরাধ নিয়ন্ত্রনে তালা উপজেলার সে¦চ্ছাসেবী সংগঠন- ওয়াইল্ডলাইফ মিশনের সদস্যদের দৃষ্টিতে আসে। একপর্যায়ে সংগঠনের সভাপতি সাংবাদিক বি. এম. জুলফিকার রায়হান ওইদিন ঘটনাটির ছবিসহ তুলে ধরে ফেসবুকে একটি পোষ্ট করেন। তৎক্ষনাৎ বিষয়টি বনবিভাগের উর্দ্ধতন কর্মকর্তাদের সহ ওয়াইল্ডলাইফ ভিত্তিক সংগঠন বিবিসিএফ এবং দি পিএডব্লিউএস প্রজেক্ট বিডি’র নজরে আসে। এর একপর্যায়ে তালা উপজেলা বন কর্মকর্তা মো. ইউনুচ আলী মঙ্গলবার (১৪ জানুয়ারী) বিকালে কলিয়া গ্রাম থেকে হত্যা করা মেছো বিড়ালটির মৃতদেহ উদ্ধার করেন। এঘটনায় বুধবার (১৫ জানুয়ারী) সকালে খুলনা বন বিভাগের বন্যপ্রাণি অপরাধ নিয়ন্ত্রন ইউনিটের কর্মকর্তা তন্ময় আচার্য্যরে নেতৃত্বে একটি টিম তালাতে আসেন। এই টিম ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে বন্যপ্রাণি (সংরক্ষন ও নিরাপত্তা) আইন ২০১২ এর বিধান অনুয়ায়ী মেছো বিড়াল হত্যার সাথে জড়ি থাকায় তালায় থানায় কলিয়া গ্রামের মৃত. ওদুদ মোড়লের ছেলে তৌহিদুল ইসলাম এবং মৃত আব্দুর রহিম মোড়লের ছেলে মো. আলিনুর মোড়ল এর বিরুদ্ধে একটি জিডি (৫৯৪/২৫) দায়ের করেন। জিডিতে অজ্ঞাতনামা ২জনকে আসামী করা হয়েছে।
এবিষয়ে বন্যপ্রাণি অপরাধ নিয়ন্ত্রন ইউনিটের কর্মকর্তা তন্ময় আচার্য্য জানান, মেছো বিড়াল বা ফিসিং ক্যাট কখনও ছাগল, গরুর বাছুর বা এই জাতীয় প্রাণি হত্যা করেনা। মেছো বিড়াল নিশাচর প্রাণি এবং জলাশয়ের কিনারে আসা অসুস্থ্য মাছ খেয়ে এরা পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এই প্রাণি রক্ষায় আইন রয়েছে এবং পরিবেশ রক্ষায় এই আইন মেনে সকল বন্যপ্রাণি সুরক্ষা করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।
তালা থানার ওসি শেখ শাহিনুর রহমান জানান, হত্যার শিকার মেছো বিড়ালটির মৃতদেহ উদ্ধারের পর বনবিভাগের মাধ্যমে তালা প্রাণি সম্পদ কার্যলয় থেকে বুধবার ময়নাতদন্ত করা হয়েছে। মেছো বিড়াল হত্যার ঘটনায় তালা থানায় বন বিভাগের পক্ষ থেকে জিডি করা হয়েছে। বিজ্ঞ আদালতের অনুমোতি পাওয়ার পর জিডির তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।