নিজস্ব প্রতিবেদক: দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের কোমরপুর দাখিল মাদ্রাসায় স্কুল বেইজ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের আয়োজনে উপজেলার পারুলিয়া ইউনিয়নের কোমরপুর দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত স্কুল বেইজ ক্যাম্পেইন অনুষ্ঠানে মাদ্রাসার সহকারী সুপার মোঃ তাসাদ্দেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরহাদ হোসেন হীরা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাইট টু গ্রো প্রজেক্টের প্রজেক্ট অফিসার আবেদা সুলতানা। উক্ত স্কুল বেইজ ক্যাম্পেইনে আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক ইকবাল হোসেন, আবুল আজিজ, আবু আলম, মফিজুল ইসলাম, সিএসও জাহাঙ্গীর আলম, শাহেনুর ইসলাম, নারী উদ্যোক্তা নিছিমা আক্তার চায়না, প্রজেক্টের ইউনিয়ন ফ্যাসিলিটেটর রাজেশ ঘোষ সহ কোমরপুর দাখিল মাদ্রাসার সকল শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রীরা।
বক্তারা বলেন, কিশোরীরা তাদের শারীরিক সুস্থতা নিশ্চিত করবে পুষ্টিকর খাবারের মাধ্যমে। কিভাবে কিশোরীরা মানসিক এবং শারীরিক দিক থেকে সুষ্ঠুভাবে বিকাশ সম্পন্ন করবে সেই বিষয়ে দিকনির্দেশনা মূলক আলোচনা করা হয়। নিজেদের স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তুলবে এ বিষয়ে তারা এই ক্যাম্পেইন এর মাধ্যমে জ্ঞান লাভ করেন। প্রতিটি বিদ্যালয়ে একটি করে হাইজিন কর্নার রাখা বাধ্যতামূলক উচিত। এ ব্যাপারে শিক্ষকদের সাথে আলোচনা করা হয় যাতে কিশোরীরা খুব সহজেই তাদের মাসিক চলাকালীন সময়ে স্কুলে স্বাচ্ছন্দ বোধ করতে পারে এবং স্কুলে উপস্থিত থাকতে পারে।