ফারুক হোসেন রাজ, সাতক্ষীরা: সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায় কেয়ার বাংলাদেশের উদ্যোগে সূর্যমণি প্রকল্পের আওতায় কৃষকদের সঙ্গে কৃষি উপকরণ সরবরাহকারী প্রতিষ্ঠান ও কৃষি পণ্য ক্রয়-বিক্রয় প্রতিষ্ঠানের কার্যকরী সংযোগ স্থাপন সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি ২৪ ) সকাল ১০ টায় কলারোয়া উপজেলার পরিষদ মিলনায়তনে এ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শুভ্রাংশু শেখর দাস । কৃষি বিপণন অধিদপ্তর, সাতক্ষীরা কৃষি বিপণন কর্মকর্তা সালেহ মোহাম্মদ আব্দুলাহ।
সূর্যমণি প্রকল্পের উদ্দেশ্য , উচ্চমূল্যের ফসল প্রবর্তন, ধান-ভিত্তিক শস্যবিন্যাসকে পরিপূরক করে, এবং বাজারের সাথে সংযোগ বৃদ্ধির মাধ্যমে সূর্যমুখীর ভেল্যু চেইন শক্তিশালী করা।
এইচএসবিসি ব্যাংক এর অর্থায়নে কেয়ার বাংলাদেশের বাস্তবায়নে অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সূর্যমণি প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মো: শাহাবুদ্দিন শিহাব। এ সভায় উপজেলা পৌর সদর ও বিভিন্ন ইউনিয়নের কৃষি উপকরণ সরবরাহকারী প্রতিষ্ঠান, কৃষি পণ্য ক্রয়-বিক্রয়কারী এবং স্থানীয় কৃষকগণ অংশগ্রহণ করেন।
কৃষকদের সাথে কৃষি উপকরণ সরবরাহকারী প্রতিষ্ঠান এবং কৃষি পণ্য ক্রয়-বিক্রয় প্রতিষ্ঠানের কার্যকরী সংযোগ স্থাপন সভার মূল উদ্দেশ্য উল্লেখ্য করে বক্তারা বলেন,
১। কৃষকদের সুবিধা বৃদ্ধি: কৃষকদের কৃষি উপকরণ ও পণ্য সঠিক মূল্য ও সঠিক সময়ে সরবরাহ নিশ্চিত করা। ২।বাজারের সঠিক তথ্য প্রদান: কৃষকদের বাজারের বর্তমান পরিস্থিতি, দাম এবং চাহিদা সম্পর্কে সচেতন করা। ৩। ফসল উৎপাদন বৃদ্ধি: কৃষি উপকরণ ও প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো কৃষকদের জন্য উন্নত ও কার্যকরী উপকরণ ও প্রযুক্তি প্রদান করে উৎপাদন বৃদ্ধি করা। ৪। দ্বিপক্ষীয় সহযোগিতা স্থাপন: কৃষি পণ্য ক্রয়-বিক্রয় প্রতিষ্ঠানের সাথে কৃষকদের মধ্যকার সম্পর্ক উন্নত করে একটি কার্যকরী সহযোগিতা প্রতিষ্ঠা করা । ৫। সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন: কৃষি খাতে উন্নয়ন সাধন ও দেশের অর্থনীতিতে অবদান রাখা । ৬। নতুন বাজার সুযোগ সৃষ্টি: কৃষকরা তাদের পণ্য বিক্রি করার জন্য নতুন বাজার খুঁজে পাবে এবং কৃষি পণ্য ক্রয়-বিক্রয় প্রতিষ্ঠানগুলো লাভবান হবে । শিখনসমূহ পর্যালোচনা মুক্ত আলোচোনা ও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সূর্যমণি প্রকল্পের প্রডাকশন এন্ড ভেল্যু চেইন এসোসিয়েট হারুন অর রশিদ।