তালা প্রতিনিধি: তালার চরগ্রামে বিলের জমি জোর-দখলে ব্যর্থ হয়ে দূর্বৃত্তরা ঘরবাড়ি ভাংচুর সহ লুটপাট চালিয়েছে। অতর্কিত হামলায় মো. আলামিন মোড়ল নামের এক বিশিষ্ট ব্যসায়ী সহ ২জন আহত হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এঘটনায় স্থানীয় ইউপি সদস্য সহ ১৩/১৪ জনের বিরুদ্ধে তালা থানায় এজাহার দায়ের করা হয়েছে।
উপজেলার চরগ্রামের মো. মাজেদ মোড়ল’র স্ত্রী ফজিলা বেগম জানান, চরগ্রামের বাড়ির পাশে বোরো ক্ষেতে সেচ প্রদানের বোরিং সহ জমি কিনে দীর্ঘদিন ভোগদখল করছেন। সম্প্রতি একই গ্রামের মৃত. কওছার শেখ’র ছেলে শাহাদাৎ শেখ ও রাজ্জাক শেখ ওই জমি দখল করার চেষ্টা করে। এনিয়ে স্থানীয় থানা সহ গ্রাম্যভাবে সালিশ হয়। কিন্তু সালিশ অমান্য করে সোমবার (১৩ জানুয়ারী) দুপুরের দিকে শাহাদাৎ, রাজ্জাক ও স্থানীয় ইউপি সদস্য মো. তকিম সরদার সহ ১০/১১জন অজ্ঞাত দূর্বৃত্ত ওই জমি এবং সেচের বোরিং দখলের চেষ্টা করে।
এসময় বাঁধা দিলে দূর্বৃত্তরা ফজিলা বেগম ও তাঁর স্বামী আব্দুল মাজেদ সহ এলাকার বিশিষ্ট ব্যবসায়ী আলামিন মোড়লের উপর হামলা চালায়। হামলাকালে মাজেদ মোড়লরে বাড়ি-ঘর ভাংচুর ও ঘরের মূল্যবান জিনিসপত্র লুটপাট করা হয়। হামলায় আলামিন মোড়ল গুরুতর আহত হলে তাকে ওইদিন তালা হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় ভুক্তভোগী ফজিলা বেগম তালা থানায় হামলাকারীদের বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন।