তালা প্রতিনিধি: তালা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন (কালব)সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋন নিয়ে পরিশোধ না করায় মো. আব্দুল জলিল পাড় নামের এক কলেজ শিক্ষক গ্রেফতার হয়েছে। সিআর মামলায় আদালত কর্তৃক গ্রেফতারী পটরোয়ানা জারি হওয়ায় তালা থানা পুলিশ তাকে আটক করেন। আটক মো. জলিল পাড় তালা উপজেলার চরগ্রামের মো. জাহান বক্স পাড়ের ছেলে এবং তালা উপজেলার কুমিরা মহিলা ডিগ্রী কলেজের শিক্ষক।
তালা থানার ওসি শেখ শাহিনুর রহমান জানান, কলেজ শিক্ষক জলিল পাড়ের বিরুদ্ধে বিজ্ঞ আদালত কর্তৃক গ্রেফতারী পরোয়ানা জারি হওয়ায় সোমবার (১৩ জানুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. আমির ও এএসআই মো. শরিফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ তাকে আটক করে। এদিন গ্রেফতারকৃত আসামিকে সাতক্ষীরার বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।
তালা উপজেলা কালব্ এর সম্পাদক গাজী জাহিদুর রহমান জানান, আটককৃত শিক্ষক মো. আব্দুল জলিল পাড় শিক্ষক সমিতি, কালব, বিভিন্ন বেসরকারী সংস্থাসহ একাধিক প্রতিষ্ঠান থেকে লক্ষ লক্ষ টাকা লোন নিয়ে তা পরিশোধ করেন না। লোনের টাকা চাইলে সংশ্লিষ্টদেরকে বিভিন্নভাবে হুমকি প্রদান করে আসছিল। এনিয়ে আদালতে একাধিক মামলা হয় তার বিরুদ্ধে। ইতিমধ্যে তালা ও পাটকেলঘাটা থানায় তার নামে কয়েকটি ওয়ারেন্ট রয়েছে বলে জানা গেছে। সর্বশেষ তালা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন (কালব) এর করা মামলায় (যার নং সিআর ৩১৫/২৩) সোমবার সকালে তালা থানা পুলিশ তাকে আটক করে।