#বিদ্যালয়ে নৈশ প্রহরী নিয়োগের নামে টাকা আত্মসাৎ
তালা প্রতিনিধি: তালার গঙ্গারামপুর গ্রামের ইলিয়াজ হোসেন মোজো নামের এক ব্যক্তির বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজি, মামলা বানিজ্য, ভাংচুর, প্রদান, মসজিদের গাছ কর্তন, জমি দখল, দাঙ্গাবাজী ও প্রতারনা করে টাকা হাতিয়ে নেয়া সহ নানান অভিযোগ উঠেছে। তার হুমকি ও অপকর্মের কারনে এলাকার মানুষ অতিষ্ট হয়ে পড়েছে। ক্ষুব্ধ এলাকাবাসীর তোপের মুখে গত বছরের আলোচিত ৫ আগষ্ট পরবর্তীতে মোজো এলাকা ছেড়ে আত্মগোপনে যায়া। ইতোমধ্যে তালা থানা পুলিশ প্রতারনার এক মামলায় মোজোর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে। অন্য আরও মামলা ও াভিযোগ থেকে বাঁটার জন্য মোজো নিরিহ ও ভুক্তভোগীদের তফায় দফায় হুমকি প্রদান করায় নিরিহ মানুষরা নতুন করে উদ্বিগ্ন হয়ে পড়েছে।
উপজেলার গঙ্গারামপুর গ্রামের ভুক্তভোগী সামছুর রহমান মোড়ল, পূর্বপাড়া জামে মসজিদ কমিটির সম্পাদক শেখ আব্দুল মালেক, গ্রামের মুকুল মোড়ল ও আবু সাইদ সানাসহ একাধিক ব্যক্তি জানান, গঙ্গারামপুর গ্রামের মৃত. জব্বার গাজীর ছেলে ইলিয়াজ হোসেন গাজী মোজো শ্রমিক নেতা হবার সুযোগে দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রামরাজত্ব তৈরি করে। ধারালো অস্ত্র নিয়ে সে প্রায়ই এলাকায় মহড়া দিতো। তার ভয়ে এলাকার নিরিহ মানুষ মুখ খুলতে সাহস পায়নি। বিগত উপজেলা পরিষদ নির্বাচনে অস্ত্র নিয়ে সে ভোট কেন্দ্রে ত্রাস সৃষ্টি করে প্রকাশ্যে ভোট ডাকাতি করে এবং বিরোধী ভোটারদের ভোট কেন্দ্র থেকে বের করে দেয়। গ্রামের কপোতাক্ষ নদ ভরাটি খাস জমি বন্দোবাস্ত পাইয়ে দিয়ে সেখানে বাড়ি করে দেবার কথা বলে প্রতারনার মাধ্যমে অর্ধশত দরিদ্র ভূমিহীনদের কাছ থেকে মোজো লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। পরবর্তীতে সে কাউকে জমি বন্দোবাস্ত করে দেয়নি এবং টাকা ফেরৎ চাইলে ভুক্তভোগী ভূমিহীনদের উল্টো হুমকি প্রদান করে। নিজ স্বার্থ উদ্ধারের জন্য সে স্থানীয় মসজিদ কমিটির উদ্যোগে সরকারি রাস্তার ধারে রোপন করা শতাধিক গাছ কেটে সাবাড় করে দিলেও সেসময় কেউ বাঁধা দিতে সাহস পায়নি। গঙ্গারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৈশ প্রহরী পদে নিয়োগ করিয়ে দেবার কথা বলে গ্রামের শহিদুর রহমান মোড়লের কাছ থেকে ৩লক্ষ টাকা হাতিয়ে নেয় মোজো। কিন্তু দীর্ঘদিনেও শহিদুর রহমানকে চাকরি না দেয়ার একপর্যায়ে শহিদুরের পিতা সামছুর রহমান টাকা ফেরৎ চাই। এতে ক্ষুব্ধ হয়ে মোজো তাকে হুমকি প্রদান করে এবং একপর্যায়ে তালা থানা পুলিশকে ব্যবহার করে নিরিহ সামছুর রহমানকে গ্রেফতার করিয়ে নাশকতা মামলায় কোর্টে চালান করায়। নিরিহ সামছুর রহমান দীর্ঘদিন জেল-হাযত বাস করে বাড়িতে এসে সাতক্ষীরা ডিবি পুলিশে অভিযোগ করেন। ডিবি পুলিশের হস্তক্ষেপে মোজো ১লক্ষ টাকা ফেরৎ দিলেও বাকি টাকা ফেরৎ না দিয়ে আবারও হুমকি দিতে থাকে। এবিষয়ে সামছুর রহমান আদালতে মামলা দায়ের করলে তালা থানা পুলিশ মামলাটির তদন্ত করেন। তদন্তকালে ঘটনার সত্যতা পেয়ে ইতোমধ্যে বিজ্ঞ আদালতে মোজোর বিরুদ্ধে অভিযোগ পত্র জমা দিয়েছে তালা থানা পুলিশ।
এলাকাবাসী জানান, ইউনিয়নের ৬নং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি হবার পর মোজো ক্ষমতার দাপটে দীর্ঘদিন ধরে গ্রামের নিরিহ মানুষকে জিম্মি করে রাখে। ছিনতাই, চাঁদাবাজি, দাঙ্গাবাজী, জমি দখল, পুলিশের ভয় দেখিয়ে মামলা বানিজ্য, মানুষকে হয়রানি ও প্রতারনা সহ নানান অপরাধমূলক কাজ ছিল তার সাধারন ব্যপার। তার এই অপকাজে বাঁধা দিলেই মানুষকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিতো সে। গত বছরের ৫ আগষ্ট আওয়ামী সরকারের বিদায়ের পর থেকে মোজো এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। বর্তমানে ক্ষতিগ্রস্থ ব্যক্তিরা আইনের আশ্রয় নিতে চাইলেই মোজো তাদের বিভিন্ন মাধ্যমে হুমকি প্রদান করে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন। ভুক্তভোগী অর্ধশতাধিক নিরিহ মানুষ মোজোর বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন।
এবিষয়ে জানতে চাইলে সব অভিযোগ মিথ্যা দাবী করে ইলিয়াজ হোসেন মোজো বলেন, সামছুর রহমান নিয়োগের বাকি ২ লক্ষ টাকা পাবে এটা সত্যি কথা, তবে সেই টাকা আমি নেইনি। তিনি বলেন, আমি আওয়ামীলীগ দল করতাম তাই এলাকার লোকজন আমার বিরুদ্ধে মামলা ও অভিযোগ করে আমাকে হয়রানী করছে।