তালা প্রতিনিধি: তালা রিপোর্টার্স ক্লাবের জরুরী সভা মঙ্গলবার (১৪ জানুয়ারী) বিকালে ক্লাব কক্ষে অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি মীর জাকির হোসেন’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বি. এম. জুলফিকার রায়হান’র পরিচালনায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি নারায়ন মজুমদার, সিনিয়র সদস্য পি. এম. গোলাম মোস্তফা, জয়দেব চক্রবর্ত্তী, মো. মিজানুর রহমান, বাবলুর রহমান, প্রার্থ মন্ডল, ফারুক সাগর, শেখ সিদ্দিক, আরিফ বিল্লাহ, গোলাম রাব্বানী, শাহিনুর রহমান, রিপন ও মনিরুল ইসলাম প্রমুখ। সভায় চলতি কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় দ্রুত সাধারন সভার মাধ্যমে কমিটি ভেঙ্গে নতুন কমিটি গঠন, নিস্ক্রিয় সদস্যদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন, বাৎসরিক উৎসব আয়োজন সহ ক্লাবের উন্নয়ন এবং নতুন সদস্য অন্তর্ভূক্তিকরন সহ সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সভা শেষে ক্লাবের সহ-সম্পাদক অসুস্থ্য রফিকুল ইসলাম এবং সিনিয়র সদস্য জয়দেব চক্রবর্ত্তীর কন্যা পায়েল চক্রবর্ত্তীর সুস্থ্যতা কামনা করা হয়।