তালা প্রতিনিধি: তালা উপজলা মাল্টি অ্যাক্টর প্লাটফরম (ম্যাপ) এর আয়াজন, জলাবায়ু ও দূর্যোগ ঝুঁকির অর্থ ও বীমা সম্পর্কিত দক্ষতা বদ্ধিমূলক সভা অনুষ্ঠিত হয়ছ। অ্যাওসড এর বাস্তবায়ন এবং কয়ার বাংলাদশ এর সহযাগিতায় সিডিআরএফআই প্রকল্পর অধীন শনিবার (১১ জানুয়ারী) সকাল তালার প্রকল্প অফিস কক্ষ সভা অনুষ্ঠিত হয়।
তালা উপজলা ম্যাপ এর যগ্ম আহবায়ক, অধ্যাপক রজাউল করিম’র সভাপতিত্ব সভায় মূল বক্তব্য উপস্থাপন করন, অ্যাওসড’র প্রকল্প ব্যবস্থাপক হেলেনা খাতুন। আলাচ্য বিষয়র আলাক অভিজ্ঞতা শেয়ারিং করেন, উপজেলা ম্যাপ’র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম, প্রভাষক মা. আবু হাসান ও ফারজানা কবির।
সভায় অন্যান্যদের মধ্যে উইমন জব ক্রিয়েশন সটারর পরিচালক আশরাফুন নাহার আশা, তালা শহীদ কামল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, প্রভাষক এস. আর. আওয়াল, প্রধান শিক্ষক দেবাশিষ মল্লিক, সাংবাদিক ও ম্যাপ সেক্রটারি জুলফিকার রায়হান, সাংবাদিক সেলিম হায়দার, তাপস দাশ, সেকেদার আবু জাফর বাবু, ইউপি সদস্য ফিরোজা বেগম ও রতা দাশ সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এ্যাডভাকেসী এন্ড লার্নিং অফিসার বাহালুল আলম এবং ফিল্ড অফিসার চায়না দাশ’র সার্বিক সহযোগীতায় সভায়- উপকূলীয় দূর্যোগ কৃষি ক্ষেত্রে দুর্যোগ প্রতিরোধ ও জলাবায়ু পরিবর্তনজনিত অভিযোজন করনীয়সমূহ, উপকূলীয় দুর্যোগ প্রাণিসম্পদ রক্ষায় দুর্যোগ প্রস্তুতি ও জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন করনীয়সমূহ, উপকূলীয় দুর্যোগ মৎস্যসম্পদ রক্ষায় দুর্যোগ প্রতিরোধ ও জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন করণীয়সমূহ, উপকূলীয় দুর্যোগ ওয়াশ এর ক্ষত্র পূর্বপ্রতিরোধ, উপকূলীয় দুর্যোগ শেল্টার ব্যবস্থাপনার করণীয়সমূহ, দূর্যোগ পরবর্তী করণীয় ও সরকারী সেবাপ্রাপ্তির জরুরী হটলাইনসমূহ এবং কপ ২৯ এর পরিদর্শন এর অভিজ্ঞতা শেয়ারিং বিষয় আলাচনা হয়।