শ্যামনগর ব্যুরো: দুর্যোগ ঝুঁকি হ্রাসে সাতক্ষীরার শ্যামনগরে জেলে বাওয়ালীদের মধ্যে লাইফ জ্যাকেট বিতরণ ও রেসকিউ বোটের উদ্বোধন করা হয়েছে। সোমবার (০৭ জানুয়ারি) বেলা ৩টায় সিডিও’র বাস্তবায়নে ও শেয়ার ট্রাস্টের অর্থায়নে এবং স্টাট ফান্ডের কারিগরি সহায়তায় মুন্সিগঞ্জ ফরেস্ট স্টেশন চত্বরে লাইফ জ্যাকেট প্রদান ও রেসকিউ বোটের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন। সিডিওর নির্বাহী পরিচালক গাজী আল ইমরান এর সঞ্চালনায় উত্তরণের তত্বাবধানে এবং সুন্দরবন কোয়ালিশন জোটের আওতায় লাইফ জ্যাকেট প্রদানকালে বুড়িগোয়ালীনি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত,সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ সহকারী এবিএম হাবিবুল ইসলাম,সিএনআরএসএস এর শ্মরন চৌহান,বারসিকের ভারপ্রাপ্ত আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসেন,সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ,সিডিওর সিনিয়র ভলেন্টিয়ার আনিসুর রহমান মিলন, শাহিন আলম সহ অনেকে। এসময় জেলে বাওয়ালী ৫০জন নারী পুরুষের মধ্যে লাইফ জ্যাকেট প্রদান করা হয় এবং একই সাথে দুর্যোগ কালীন ঝুঁকি হ্রাসে রেসকিউ কাজের জন্য ইঞ্জিন চালিত বোট উদ্বোধন করা হয়।