আশাশুনি: আশাশুনিতে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৫ উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন সোমবার সকাল ১০ টায় এ সভার আয়োজন করে। উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়।
সভায় সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, উপজেলা সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ, ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছ, হাজী আবু দাউদ ঢালী ও সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাজহারুল ইসলাম,প্রভাষক সজল কুমার আঢ্য,ইউআরসি ইন্সট্রাক্টর অপূর্ব মন্ডল, একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান, উপ-সহকারী কৃ্ষি কর্মকর্তা তরিকুল ইসলাম,আনসার ভিডিপি কর্মকর্তা আরিফা খাতুন, এসআই সাখাওয়াত হোসেন, আশাশুনি প্রেস ক্লাবের সাবেক সভাপতি জি এম মুজিবুর রহমান ও এস এম আহসান হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় আগামী ১৩ ও ১৪ জানুয়ারী আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে মেলা,কুইজ প্রতিযোগিতা,বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠান বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।