মোঃ হারুন উর রশীদ, কালিগঞ্জ: তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ ” এই স্লোগান কে সামনে রেখে সাতক্ষীরা জেলার, কালিগঞ্জ উপজেলা, নলতা ইউনিয়ন পরিষদের এক শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
সোমবার সকাল ১২টা সময়ে নলতা ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে চেয়ারম্যান আজিজুর রহমান পাড় এর সভাপতিত্বে তারুণ্যের উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়। এ সময় তিনি বলেন যে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে সামরিক প্রশিক্ষন দেওয়ার ব্যবস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক দলগুলোর হস্তক্ষেপ না করার বিষয় তুলে ধরেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা যুব উন্নয়নের অফিসার মোঃ আকরাম হোসেন ও কালিগঞ্জ উপজেলা সমন্বয়ক মোঃ আমির হামজা, মোঃ মারুফ বিল্লাহ, মোঃ আবু ইছা, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাওলানা মোঃ আনারুল ইসলাম, নলতা এ এম আর কলেজের অধ্যাপক মোঃ আব্দুল, মোঃ হেলাল উদ্দিন, মোঃ আব্দুল মজিদ, মানষ চক্রবতি সহ নলতা মাধ্যমিক বিদ্যালয়র ও নলতা কলেজের সমন্বয়ক বৃন্দু । এছাড়াও উপস্থিত ছিলেন নলতা ইউনিয়নের সচিব মোঃ শহিদুল ইসলাম ও ওয়ার্ড মেম্বার গণেরা।