সাতক্ষীরা রাত ১২:৩৭ রবিবার , ৫ জানুয়ারি ২০২৫
  • ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ ৮ই রজব, ১৪৪৬ হিজরি
    1. অর্থনীতি
    2. আইসিটি
    3. আন্তর্জাতিক
    4. আশাশুনি
    5. উপকূল
    6. কলারোয়া
    7. কালিগঞ্জ
    8. খুলনা
    9. খেলার খবর
    10. জাতীয়
    11. জেলার খবর
    12. জ্বালানি
    13. তালা
    14. দেবহাটা
    15. পাইকগাছা
    https://shoyaibenterprise.com/
    আজকের সর্বশেষ সবখবর

    দেবহাটায় আনসার ভিডিপির রক্তদান কর্মসূচি পালন

    mir khairul alam
    জানুয়ারি ৫, ২০২৫ ৭:৫১ অপরাহ্ণ
    Link Copied!

    দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) এর ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ভিডিপি দিবস পালিত হয়েছে। ১ জানুয়ারি থেকে দিবস উপলেক্ষ্য স্বেচ্ছায় রক্তদান সহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়। দেবহাটা উপজেলা সহকারী আনসার কোম্পানী কমান্ডার রক্তদান গ্রুপটি সার্বিক পরিচালনায় আছেন মানবিক আনসার নুর হোসেন। তিনি জানান, “রক্ত করিবো দান, বাঁচাবো শত প্রাণ” এই মহতি স্লোগানকে অন্তরে ধারণ করে, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই রক্তদান গ্রুপে সকল সদস্য-সদস্যাগন প্রতিনিয়ত অত্র বিভিন্ন হাসপাতাল, ক্লিনিকসহ বিভিন্ন স্থানে মূমুর্ষূ, দুস্থ ও অসহায় রোগীর জীবন বাঁচাতে সেচ্ছায় রক্ত প্রদান করে যাচ্ছি। এই মহতি কার্যক্রমকে আরো গতিশীল ও বেগবান করার লক্ষ্যে আপনাদের নি:স্বার্থ ভালোবাসা আমাদের পথ চলার অনুপ্রেরণার পাথেয় হয়ে থাকবে। আপনারা ভালোবাসা দিয়ে সবসময় আমাদের পাশে থাকবেন এইটায় আমাদের মূল প্রত্যাশা। জানা গেছে, ১৯৭৬ সালে প্রতিষ্ঠা লাভের পর থেকে ভিডিপি সদস্যরা দেশের আর্থ- সামাজিক অবস্থা উন্নয়নের লক্ষ্যে জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করে, আইন-শৃঙ্খলা ও জননিরাপত্তামূলক কাজে সহায়তা করে এবং সরকার কর্তৃক নির্ধারিত বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব (সড়ক নিরাপত্তা, নির্বাচন, দুর্গাপুজা ইত্যাদি) পালন করে ভিডিপি সদস্যরা জনমনে আস্থার জায়গা করে নিয়েছে। সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার স্লোগান নিয়ে এগিয়ে চলছে আনসার ও ভিডিপি বাহিনী। এছাড়া ভিডিপি সদস্যরা বিভিন্ন পেশাভিত্তিক প্রশিক্ষণ-গৃহপালিত পশুপালন, মৎসচাষ, বৃক্ষরোপনসহ বিভিন্ন কার্যক্রমকে বেগবান করার মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়নে আরও কার্যকর ভূমিকা পালন করে যাচ্ছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।