দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন জামায়াতের নবনির্বাচিত কমিটি গঠন ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ জানুয়ারি) বিকাল ৩টায় ইউনিয়ন জামায়াত অফিস কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। আগামী ২০২৫-২৬ সেশনের জন্য নবনির্বাচিত আমীর নির্বাচিত হন মাওলানা আব্দুল গফফার এবং মাওলানা সাদিকুল ইসলামকে সেক্রেটারী নির্বাচিত করে ১৫ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়। পরে ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল গফফার’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা অলিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী সাবেক ছাত্রনেতা এইচএম ইমদাদুল হক, সহকারী সেক্রেটারী ইসরাইল আশেক মাগফুর, উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ। নবনির্বাচিত কমিটি হলেন, আমীর মাওলানা আব্দুল গফফার, সেক্রেটারী মাওলানা সাদিকুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা নুরুল ইসলাম মাস্টার মনিরুজ্জামান, আবদুল মান্নান, মাওলানা মুজাহিদুল আলম, মাওলানা ইয়াকুব আলী, রফিকুল ইসলাম, টিম সদস্য মাওলানা আমিনুর রহমান, ক্বারী রুহুল আমিন, আব্দুল হালিম, হাফেজ আব্দুস সাত্তার, মাওলানা আবু সাঈদ, তরিকুল ইসলাম, আফতাবুজ্জামান।