সাতক্ষীরায় পৃথক দুর্ঘটনায় দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার (১ জানুয়ারি) সাতক্ষীরা-খুলনা সড়কের ত্রিশ মাইল কালীগঞ্জের বাগনলতা এবং শ্যামনগরের হায়বাতপুর মোড়ে এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়নের তালতলা গ্রামের শরিয়াতুল্লাহর ছেলে ভ্যানচালক আমানুল্লাহ (৬০), কালিগঞ্জ উপজেলার বাকনলতা গ্রামের মোহাম্মদ আলী কারিকরের স্ত্রী ফজিলা খাতুন (৭০) ও শ্যামনগর উপজেলার খাগড়াদানা গ্রামের সমসের সরদারের স্ত্রী ফজিলা খাতুন (৫৯)। প্রত্যক্ষদর্শী বেসরকারি সংস্থা অগ্রগতির নির্বাহী পরিচালক আব্দুস সবুর জানান, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে আমানুল্লাহ ভ্যানে ভুসি নিয়ে সাতক্ষীরা থেকে পাটকেলঘাটায় যাওয়ার পথে ত্রিশ মাইল এলাকায় আসেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।