ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় ছাত্র সমাবেশ, কেক কাটা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ জানুয়ারি) বিকেলে সাতক্ষীরা শহরের সংঙ্গীতা মোড় এলাকায় সাতক্ষীরা জেলা ছাত্রদলের আয়োজনে এই সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়।
একই সাথে কালিগঞ্জসহ জেলার ৭টি উপজেলা পৃথক আয়োজনের মধ্যে দিয়ে দিনটি পালন করেন ছাত্রদলের নেতা কর্মীরা।
জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শরিফুজ্জামান সজিবের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দনের সঞ্চালনায় এসব কর্মসূচিতে অতিথি হিসেবে অংশ নেন ও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আইনুল ইসলাম নান্টা, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মনজুরুল আলম বাপ্পি, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, সাবেক দপ্তর সম্পাদক পলাশ প্রমুখ।
ছাত্র সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে সরকার পতন করা হয়েছে। আগামীতে সকল ষড়যন্ত্র মোবাবেলা করে একটি সচ্ছ নির্বাচনের মধ্যে দিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়। অতীতের মত সকল আগামীতেও আন্দোলন সংগ্রামে ছাত্রদল রাজপথে থাকবে। এজন্য ছাত্রদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই।