দেবহাটা ব্যুরো: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দেবহাটা উপজেলা শাখার আয়োজনে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে আগামী ২০২৪-২৬ সেশনের জন্য পুনরায় সভাপতি নির্বাচিত হন মাওলানা রুহুল আমিন এবং হাফেজ আব্দুর রবকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৯ সদস্য বিশিষ্ট উপজেলা কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। উপজেলা সভাপতি মাওলানা রুহুল আমিন’র সভাপতিত্বে ও সেক্রেটারী হাফেজ আব্দুর রব এর সঞ্চালনায় প্রধান অতিধি ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য হাফেজ মুফতি মুহাদ্দিস রবিউল বাশার, প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক গাজী সুজায়াত আলী, বিশেষ নির্বাচন কমিশনার ছিলেন, উপজেলা আমীর মাওলানা অলিউল ইসলাম। বিশেষ অতিধি ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী আব্দুল গফ্ফার, চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাসুম খান চৌধুরী, সখিপুর ইউনিয়ন জামায়াতের আমীর ইয়াকুব আলী সরদার সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ। নবনির্বাচিত কমিটি হলেন, সভাপতি মাওলানা রুহুল আমিন, সাধারণ সম্পাদক হাফেজ আব্দুর রব, সহ-সভাপতি আলহাজ্ব মোক্তার হোসেন, সহ-সাধারণ সম্পাদক আব্দুল আলিম,কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম, ট্রেড ইউনিয়ন সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-ট্রেড ইউনিয়ন সম্পাদক আজিজুল ইসলাম, তরবিয়াত সম্পাদক হাফেজ ক্বারী রুহুল আমীন, সহ-তরবিয়াত সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জুলফিকার আলী জুলু, সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাগফুর হাসান, আক্তার আলী, আইন আদালত সম্পাদক রফিকুল ইসলাম (কামটা), সহ-আইন আদালত সম্পাদক ইয়াকুব আলী, চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল হালিম, সহ-চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম, প্রচার সম্পাদক মুরশিদ আলী, সহ-প্রচার সম্পাদক আব্দুল গফুর সরদার ও মনিরুল ইসলাম। এসময় নতুন সভাপতিকে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি অধ্যাপক গাজী সুজায়াত আলী। এরপর সব নির্বাচিত কার্যকরী সদস্যদের শপথ বাক্য পাঠ করান নবনির্বাচিত উপজেলা সভাপতি মাওলানা রুহুল আমিন।