আশাশুনি সংবাদদাতা: আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে চিকিৎসা সেবা বাড়ানোর লক্ষ্যে ইমার্জেন্সি মেডিসিন হস্তান্তর করা হয়েছে। রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মেডিসিন হস্তান্তর করা হয়। আমেরিকার্স ফাউন্ডেশনের সহযোগিতায় আশার আলো এনজিও এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ঔষধ হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. প্রসূন কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আমেরিকান ফাউন্ডেশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ এবিএম কামরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ, হেলথ ইন্সপেক্টর আবু মুছা। অনুষ্ঠানে প্রতাপনগর ইউনিয়নের চাকলা কমিউনিটি ক্লিনিক, কুড়িকাহুনিয়া কমিউনিটি ক্লিনিক ও হিজলিয়া কমিউনিটি ক্লিনিক এর জন্য ২৩ প্রকারের প্রচুর পরিমাণ ওষুধ বিনামূল্যে বিতরণের জন্য হস্তান্তর করা হয়। ওষুধগুলো ইউএনও এর নিকট থেকে গ্রহন করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ প্রসূন কুমার মন্ডল।