দেবহাটা প্রতিবেদক: বেকার যুবদের কর্মসংস্থানের লক্ষ্যে সপ্তাহব্যাপী হাঁস-মুরগী পালন প্রশিক্ষণ কোর্সের সনদপত্র, যাতায়াত ভাতা বিতরণ করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) সরকারি খান বাহাদুর আহছান উল্লা কলেজের আইসিটি হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় উপদেষ্টার একান্ত সচিব (উপ-সচিব) উপদেষ্টা মো. আবুল হাসান। উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সন্দীপ কুমার দাস, সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের অধ্যক্ষ প্রফেসর অলোক কুমার ব্যানার্জী, দেবহাটা থানার অফিসার ইনচার্জ হযরত আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমীর সিদ্দিকী, সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান সহ বিভিন্ন পর্যয়ের ব্যক্তিবর্গ ও যুব সদস্যরা।