তালা প্রতিনিধি: বন্যার্ত মানুষের মাঝে শর্তহীন টাকা প্রদান করেছে বেসরকারী সংস্থ উত্তরণ। দাতা সংস্থা এইচ এন্ড এম ফাউন্ডেশনের অর্থায়নে সেভ দ্য চিলড্রেন এর কারিগরী সহযাগিতায় উত্তরণ কর্তৃক বাস্তবায়িত বিজিডি এইচ এন্ড এম মুনসুন ফ্লাসপ্লাড রেসপন্স প্রজেক্ট ২০২৪ প্রকল্পের মাধ্যমে নোয়াখালী জেলার র্নোয়াখালী সদর উপজেলার বিনোদপুর ও এওজবালিয়া ইউনিয়ন এবং কবিরহাট উপজেলার নরোত্তমপুর ও বাটইয়া ইউনিয়নের ১৫০০ পরিবারের (বিকাশের মাধ্যমে ১২০০ পরিবার এবং যাদের বিকাশ নাই এমন ৩০০ পরিবার) মাঝে পরিবার প্রতি শর্তহীন ৬ হাজার টাকা প্রদান করা হয়েছে। প্রকল্পের টাকা পাওয়ার পর এই টাকা তাদের কি কি উপকারে লেগেছে তা দেখার জন্য নমুনা হিসাবে ৩৩১ পরিবারের তথ্য সংগ্রহবা পোষ্ট ডিষ্ট্রিবিউশন মনিটরিং করা হয়েছে। পোষ্ট ডিষ্ট্রিবিউশন মনিটরিং এ দেখা গেছে শতভাগ মানুষ এই টাকা পেয়ে উপকৃত হয়েছে এবং এই টাকা তাদের কাজে লেগেছে। এই শর্তহীন ৬ হাজার টাকা দিয়ে তারা যে সকল কাজ করেছে তা হলো: পরিবারের জন্য খাবার, শিশুর শিক্ষা উপকরণ, ঔষধ, হাঁস-মুরগি ও সেলাই মেশিন কিনেছে, ঘর মেরামত করেছে এবং ঋণ পরিষোধ করেছে ইত্যাদি। এই টাকা পেয়ে তারা খুবই খুশি। এ সময় তারা উত্তরণ,সেভ দ্য চিলড্রেন এবং দাতাসংস্থা এইচ এন্ড এম ফাউন্ডেশনকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।