তালা প্রতিনিধি: তালারে জেয়ালা ঘোষপড়া সহ পাশ্ববর্তী ডুমুরিয়া উপজেলার চন্ডিপুর ঘোষপাড়ার অধিকাংশ গরু খামারী ও দুধ উৎপাদকরা দীর্ঘ বছর ধরে নকল দুধ তৈরি করে বাজারজাত করে আসছে। নকল ও ভেজাল গরুর দুধ বাজারজাত হওয়ায় নানাভাবে তার বিরুপ প্রভাব পড়ছে। সংশ্লিষ্ট প্রশাসন এই অপকর্মের বিরুদ্ধে বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে অপরাধিদের জেল-জরিমানা করছেন। তারপরও থেমে নেই অসাধু চক্রের ভেজাল ও নকল দুধ তৈরি কার্যক্রম। ভেজাল ও নকল দুধ ব্যবসায়ীরা সবসময় ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতা ও ক্যাডারদের ছত্রছায়ায় থাকে।
সম্প্রতি ডুমুরিয়ার চন্ডিপুর গ্রামের সুবীর ঘোষ’র বিরুদ্ধে ভেজাল ও নকল দুধ তৈরি বিষয়ে পত্রিকায় বস্তনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় তালা ও রুমুরিয়া উপজেলায় কর্মরত দু’ সাংবাদিকের উপর হামলা চালানো হয়েছে। ভেজাল দুধ ব্যবসায়ী সুবীর ঘোষ ও তার ভাড়াটিয়া দূর্বৃত্তরা সাংবাদিক শেখ আব্দুল মজিদ ও সাংবাদিক আরিফ বিল্লাহ’র উপর হামলা চালায়। সেসময় এলাকার মানুষ এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত সাংবাদিক শেখ আব্দুল মজিদ ডুমুরিয়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক যশোর প্রত্রিকার প্রতিনিধি এবং আরিফ বিল্লাহ তালা রিপোর্টার্স ক্লাবের সদস্য এবং দৈনিক রুপান্তর প্রতিদিন প্রত্রিকার প্রতিনিধি।
সাংবাদিক আব্দুল মজিদ জানান, তালা উপজেলার জেয়ালা ঘোষপাড়া এবং সীমান্তবর্তী ডুমুরিয়া উপজেলার চন্ডিপুর গ্রামের অধিকাংশ দুধ ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে ভেজাল ও নকল দুধ তৈরি করে বাজারজাত করে আসছে। এনিয়ে বিভিন্ন সময়ে পত্রিকায় সংবাদ প্রকাশিত হয় এবং প্রশাসন অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অপরাধিদের জেলা ও জরিমানা করেন। কিন্তু এরপরও থেমে নেই তাদের ভেজাল ও নকল দুধ তৈরি ব্যবসা। সম্প্রতি চন্ডিপুর গ্রামের গরুর ভেজাল ও নকল দুধ তৈরির মাষ্টারমাইন্ড সুবীর ঘোষ’র বিরুদ্ধে পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। এতে ক্ষুব্ধ হয়ে ২৬ ডিসেম্বর রাতে তালার শেখেরহাট বাজারে পেয়ে সুবীর ঘোষের নেতৃত্বে চন্ডিপুর গ্রামের মৃত জিল্লুর খান’র ছেলে সন্ত্রাসী জাহিদুল ইসলাম সহ ৪/৫জন সন্ত্রাসী সাংবাদিক আব্দুল মজিদ ও আরিফ বিল্লাহ’র উপর হামলা চালায়। এঘটনায় আহত দু’জন সাংবাদিকের পক্ষে আব্দুল মজিদ তালা থানায় প্রাথমিক পর্যায়ে জিডি (১১১৯/২৪) করেছেন। বর্তমানে সুবীর ঘোষ এবং সন্ত্রাসী জাহিদুল সহ চিহ্নিত সন্ত্রাসীরা দু’ সাংবাদিককে নানাবিধ হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এদিকে, সাংবাদিক আব্দুল মজিদ ও আরিফ বিল্লাহ’র উপর হামলা চালানোর ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন তালা রিপোর্টার্স ক্লাবের ক্লাবের সভাপতি মীর জাকির হোসেন, সহ-সভাপতি ইন্দ্রজীৎ দাশ বাপ্পী, নারায়ন মজুমদার, সাধারন সম্পাদক বি. এম. জুলফিকার রায়হান, সহ-সম্পাদক রফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক প্রভাষক এস.আর. আওয়ালসহ ক্লাবের কর্মকর্তা জয়দেব চক্রবর্ত্তী, পি.এম. গোলাম মোস্তফা, মো. মিজানুর রহমান, বাবলুর রহমান, হাফিজুর রহমান, এম. এ জাফর, আপতাব হোসেন, বাহারুল ইসলাম, শেখ সিদ্দিক, ফারুক হোসেন সাগর, মোড়ল শাহিনুর রহমান, রিপন ও গোলাম রাব্বানী প্রমুখ। বিবৃতিদাতারা অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।