সাতক্ষীরা দুপুর ১২:২১ বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪
  • ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
    1. অর্থনীতি
    2. আইসিটি
    3. আন্তর্জাতিক
    4. আশাশুনি
    5. উপকূল
    6. কলারোয়া
    7. কালিগঞ্জ
    8. খুলনা
    9. খেলার খবর
    10. জাতীয়
    11. জেলার খবর
    12. জ্বালানি
    13. তালা
    14. দেবহাটা
    15. পাইকগাছা
    https://shoyaibenterprise.com/
    আজকের সর্বশেষ সবখবর

    বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশু সুরক্ষার জন্য ১০ জনকে সম্মাননা প্রদান

    mir khairul alam
    ডিসেম্বর ২৬, ২০২৪ ৮:৫৭ অপরাহ্ণ
    Link Copied!

    বি. এম. জুলফিকার রায়হান, তালা: বাল্যবিবাহ, যৌন হয়রানি, যৌন শোষণ এবং শিশু সুরক্ষায় বিশেষ অবদান রাখায় সাতক্ষীরায় জেলা পর্যায়ে ১০ জনকে সম্মাননা প্রদান করা হয়েছে। ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে, সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় এবং জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি ও শিশু সুরক্ষা কমিটির কারিগরি সহযোগিতায় বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকালে এই সম্মাননা প্রদান করা হয়।
    ব্রেকিং দ্য সাইলেন্সের প্রকল্প অফিসে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরার মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) নাজমুন নাহার। ব্রেকিং দ্য সাইলেন্স সাতক্ষীরার অফিস ইনচার্জ মো. শরিফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সমাজসেবা অধিপ্তরের সহকারী পরিচালক মোঃ রোকুনুজ্জামান, জেলা সিভিল সার্জন অফিসের সিনিয়র শিক্ষা ও স্বাস্থ্য অফিসার পুলক চক্রবর্তী, ওসিসি, সাতক্ষীরা এর প্রোগ্রাম অফিসার আব্দুল হাই সিদ্দিক, জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা প্রমুখ।
    সম্মাননা প্রাপ্ত ১০ জন হলেন সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসার মুহাম্মাদ নাছির উদ্দিন ফরাজী, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ, সাতক্ষীরার সিটি কলেজের অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক মোঃ মোজাম্মেল হক, দৈনিক ইত্তেফাক পত্রিকার তালা উপজেলা প্রতিনিধি গাজী জাহিদুর রহমান, সাতক্ষীরা মহিলা বিষয়ক অধিদপ্তেরর প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, সাতক্ষীরা সাইবার ক্রাইম এলার্ট টিমের পরিচালক শেখ মাহবুবুল হক, সাতক্ষীরার আইন ও সালিশ কেন্দ্রের প্রজেক্ট অফিসার মোঃ আজাহারুল ইসলাম, তালা মহিলা বিষয়ক অধিদপ্তরের জেন্ডার প্রমোটর সানিউর রহমান সানি, ব্রেকিং দ্য সাইেেলন্সর ইয়ুথ সদস্য হৃদয় মন্ডল এবং ব্রেকিং দ্য সাইেেলন্সর শিশু সদস্য সাদিয়া জুঁই।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।