বি. এম. জুলফিকার রায়হান, তালা: তালার মাদরা গ্রামে জমি লিখে নিতে না পেরে পুত্র ও পুত্রবধু বৃদ্ধ পিতাকে ঘরে অবরুদ্ধ রেখে সৎ মাকে পিটিয়ে গুরুতর আহত করেছে বলে অভিযোগ উঠেছে। গত ২দিন বৃদ্ধ পিতা বাড়িতে অবরুদ্ধ থাকলেও তাকে ঠিকমতো খেতে দেয়া হচ্ছেনা। অপরদিকে, গুরুতর আহত অবস্থায় তালা হাসপাতালে চিকিৎসাধিন বৃদ্ধা মাতা শ্রীমতি মন্ডলকে বাড়িতে না ফেরার জন্য হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগে বলা হয়েছে।
ভুক্তভোগী শ্রীমতি মন্ডলের ভাই মুকুন্দ মুরালী সরকার জানান, স্ত্রীর মৃত্যুর পর উপজেলার মাদরা গ্রামের পাচুলাল মন্ডলের সাথে প্রায় ২২/২৩ বছর আগে তার বোনের বিয়ে হয়। বিয়ের পর বোন শ্রীমতি মন্ডল মাতৃস্নেহে নিজের ২ সন্তান নিহার রঞ্জন মন্ডল ও সুমতী মন্ডল সহ সতীনের ২ ছেলে রমেশ মন্ডল ও পরেশ মন্ডলকে আদর যত্নে বড় করে তোলেন। স্বামী ও সন্তানদের নিয়ে বোনের সংসার ভালই কাটছিল। কিন্তু বিগত কয়েক আগ থেকে এলাকার কতিপয় কূচক্রী মহলের উস্কানিতে বোনের সতীনের ছেলে রমেশ মন্ডল ও পরেশ মন্ডল সৎ ভাইদের জমি ফাকি দিয়ে সমূদয় জমি নিজেদের নামে লিখে নেবার জন্য বৃদ্ধ পিতা পাচুলাল মন্ডলকে চাঁপ প্রয়োগ করতে থাকে। কিন্তু পিতা পাচুলাল মন্ডল তাতে রাজি না হওয়ায় বিভিন্ন সময়ে দফায় দফায় নিজ বাড়িতে তাকে আটকিয়ে রাখে ছেলে রমেশ ও পরেশ। একইসাথে সৎ মা শ্রীমতি মন্ডল, সৎ বোন সুমতী মন্ডল ও সৎ ভাই নিহার রঞ্জনকে বিভিন্ন সময়ে মারপিট করে তারা।
ভুক্তভোগী মা শ্রীমতি মন্ডল জানান, জমি লিখে নিতে না পেরে গত প্রায় ১ বছর ধরে রমেশ ও পরেশ তাদের বৃদ্ধ পিতাকে মারপিট সহ গালিগালাজ করে আসছিল। এবিষয়টি বিভিন্ন সময়ে প্রশাসন সহ জনপ্রতিনিধিদের কাছে অভিযোগ করে প্রতিকার চাওয়া হয়। কিন্তু প্রতিকার পাওয়ার আগেই গত বুধবার (২৫ ডিসেম্বর) সকালে অবৈধভাবে জমি লিখে নেবার দাবীতে বৃদ্ধ পিতা পাচুলাল মন্ডলকে আবারও গালিগালাজ করতে থাকে ছেলে রমেশ মন্ডল। এঘটনার প্রতিবাদ করায় রমেশ মন্ডল ও তার স্ত্রী শৈব্য মন্ডল ক্ষুব্ধ হয়ে সৎ মা শ্রীমতি মন্ডলকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে বাড়িতে আটকিয়ে রাখে। বিকালে তিনি কৌশলে পালিয়ে এসে চিকিৎসার জন্য তালা হাসপাতালে ভর্তি হন।
চিকিৎসাধিন মা শ্রীমতি মন্ডল বলেন, হাসপাতাল থেকে বাড়ি ফিরে না যাবার জন্য তাকে সহ তার ছেলে ও মেয়েকে বিভিন্ন ভাবে সতীনের ছেলে রমেশ মন্ডল হুমকি দিচ্ছে। এছাড়া, জমি লিখে নেবার জন্য বৃদ্ধ ও শারীরিক অসুস্থ্য পিতা পাচুলাল মন্ডলকে ঠিত মতো খেতে না দিয়ে বাড়িতে অবরুদ্ধ করে রেখেছে বলে তিনি অভিযোগ করেন। এঘটনায় চিকিৎসাধিন মাতা শ্রীমতি মন্ডল পুলিশ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।