সাতক্ষীরা দুপুর ১২:১৮ বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪
  • ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
    1. অর্থনীতি
    2. আইসিটি
    3. আন্তর্জাতিক
    4. আশাশুনি
    5. উপকূল
    6. কলারোয়া
    7. কালিগঞ্জ
    8. খুলনা
    9. খেলার খবর
    10. জাতীয়
    11. জেলার খবর
    12. জ্বালানি
    13. তালা
    14. দেবহাটা
    15. পাইকগাছা
    https://shoyaibenterprise.com/
    আজকের সর্বশেষ সবখবর

    তালায় উঠান দখলের জন্য দরিদ্র ব্যক্তিকে হত্যা চেষ্টার অভিযোগ

    mir khairul alam
    ডিসেম্বর ২৬, ২০২৪ ৮:৫৪ অপরাহ্ণ
    Link Copied!

    বি. এম. জুলফিকার রায়হান, তালা: তালার বালিয়া গ্রামে বাড়ির উঠান জোর দখল করার ঘটনাকে কেন্দ্র করে দূর্বৃত্তদের হামলায় হতদরিদ্র পবিত্র দাশ সহ তার স্ত্রী নমিতা দাশ আবারও গুরুতর আহত হয়েছে। নিরিহ পবিত্র দাশের পরিবারের উপর দূর্বৃত্ত হারুন মন্ডল ও তার পরিবারের একের পর হামলায় এলাকার সর্বস্তরের মানুষ এবার চরম ক্ষুব্ধ হয়ে উঠেছে। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এলাকার মানুষ মানববন্ধন ও বাড়ি ঘেরাও সহ নানান কর্মসূচী পালন করবে বলে জানাগেছে।
    বালিয়া গ্রামের রিপন দাশ ও শিমুল দাশ জানান, মাত্র ৩শতক জমির উপর তাদের পরিবারের ৩টি পরিবার অমানবিক বসবাস করে আসছে। এই জমির উপর তাদের ছোট বসতঘর এবং ঘরের সামনে সামান্য জমি ফাকা রেখে উঠান হিসেবে ব্যবহার করা হয়। কিন্তু প্রতিবেশি শম্ভু মন্ডলের ছেলে হারুন মন্ডল তাদের বাড়ি থেকে যাতায়াতের জন্য সরকারি ইটের রাস্তা থাকার পরও নিজেদের চলাচলের জন্য আরও একটি রাস্তা তৈরি করার জন্য এই উঠান দখল করার চেষ্টা চালাচ্ছে। এনিয়ে ইতোপূর্বে হারুন মন্ডল ও তার পরিবারের লোকজন হামলা চালিয়ে হতদরিদ্র পবিত্র দাশের বসতঘর, রান্না ঘর ও পায়খানা ঘর ভেঙ্গে গুড়িয়ে দিয়ে উঠানের উপর দিয়ে রাস্তা নির্মানের চেষ্টা করে। সেসময় বিষয়টি নিয়ে আদালত সহ থানা পুলিশ ও স্থানীয় ভাবে সালিশ হলে হারুন মন্ডল সবকিছু অমান্য করে বারবার এই উঠানের জমি দখলের চেষ্টা চালায়।
    বালিয়া গ্রামের আব্দুল জলিল, আহাদ আলী ও জাকির সানা সহ প্রায় অর্ধশত ব্যক্তি জানান, দরিদ্র পবিত্র দাশ ও তার ছেলেরা মাত্র ৩শতক জমির উপর বসবাস করে। এই জমির মধ্য থেকে উঠানের প্রায় আধাশতক জমি জোরপূর্বক প্রতিবেশি হারুন মন্ডল দখল করে আরও একটি যাতায়াতের রাস্তা নির্মান করার চেষ্টা চালাচ্ছে। হারুন মন্ডল এই উঠানের উপর দিয়ে রাস্তা তৈরি করলে হতদরিদ্র পবিত্র দাশ ও তার পরিবারের সদস্যদের সেখানে বসবাস করা অযোগ্য হয়ে যাবে। একারনে এলাকার মানুষ হারুন মন্ডলের এই অবৈধ দখল বারবার প্রতিরোধ করায় উঠানের জমি দখল হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত ১১টার দিকে হারুন মন্ডলের নেতৃত্বে তার ভাই বিষ্টু মন্ডল ও মনোরঞ্জন মন্ডল সহ ১০/১২জন ভাড়াটিয়া দূর্বৃত্ত পবিত্র দাশের বাড়িতে ঢুকে অতর্কিত হামলা চালায়। হামলাকালে দূর্বৃত্তরা পবিত্র দাশকে কুপিয়ে হত্যার চেষ্টা করে। এসময় স্বামীকে উদ্ধারের জন্য স্ত্রী নমিতা দাশ এগিয়ে আসলে তাকেও মারপিট করে দূর্বৃত্তরা। এঘটনায় গুরুতর আহত পবিত্র দাশ সহ তার স্ত্রীকে ওই রাতেই তালা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় তালা থানায় এজাহার দায়ের করা হয়েছে, পুলিশ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
    এদিকে, দূর্বৃত্ত হারুন মন্ডলের অবৈধভাবে বারবার দরিদ্র পবিত্র দাশের উঠানের জমি দখল চেষ্টা ও হামলার প্রতিবাদে গ্রামের সর্বস্তরের মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছে গ্রামবাসী একযোগে হারুন মন্ডলসহ হামলাকারীদের শাস্তির দাবীতে মানববন্ধন ও বাড়ি ঘেরাও সহ প্রতিবাদ সমাবেশের উদ্যোগ নিয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।