দেবহাটা প্রতিনিধি: দেবহাটা থেকে পুষকৃত গলদা চিংড়ি দেশের বিভিন্ন প্রান্তে পাঠানোর প্রস্তুতকালে ভ্রাম্যমান আদালতে তা জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) অভিযান চালিয়ে এসব চিংড়ি মাছ জব্দ করে উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান। পরে তা জনসম্মূখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান জানান, গোপন সংবাদে জানতে পেরে পারুলিয়া মৎস্য সেডে অভিযান পরিচালনা করা হয়। এসময় দেবহাটা উপজেলার পারুলিয়া বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে অপদ্রব্য পুশকৃত প্রায় ৪০ কেজি চিংড়ি মাছ সহ ১ জনকে গ্রেফতার করা হয়। ভ্রাম্যমাণ আদালতে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে এবং জব্দকৃত ৪০ কেজি চিংড়ি মাছ জনসম্মুখে বিনষ্ট করা হয়েছে।
এসব মাছ বিনষ্ট কালে সেখানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, উপজেলা মেরিন এন্ড ফিসারিজ অফিসার সাজ্জাদ হোসেন, দেবহাটা থানা পুলিশের সদস্য সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
উল্লেখ্য যে, কয়েক দিনের অভিযানে চিংড়িতে অপদ্রব্য মেশানোর অপরাধে জরিমানা ও মাছ বিনষ্ট করার পরেও কোন ভাবে ঠেকানো যাচ্ছে না অস্বাধু ব্যবসায়ীদের। দেশের রপ্তানি শিল্পকে ধ্বংশ করতে অস্বাধু ব্যবসায়ীরা মাছের ওজন বাড়াতে সাবু, ভাতের মাড়, জেলু সহ বিভিন্ন ক্ষতিকর দ্রব্য পুষ করে আসছে। দেশের অর্থনীতিতে অবদান রাখা এই শিল্পকে ধরে রাখতে এ অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান।