সাতক্ষীরা সকাল ৬:০৮ মঙ্গলবার , ২৪ ডিসেম্বর ২০২৪
  • ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
    1. অর্থনীতি
    2. আইসিটি
    3. আন্তর্জাতিক
    4. আশাশুনি
    5. উপকূল
    6. কলারোয়া
    7. কালিগঞ্জ
    8. খুলনা
    9. খেলার খবর
    10. জাতীয়
    11. জেলার খবর
    12. জ্বালানি
    13. তালা
    14. দেবহাটা
    15. পাইকগাছা
    https://shoyaibenterprise.com/
    আজকের সর্বশেষ সবখবর

    সাতক্ষীরায় জলবায়ু ও দুর্যোগ ঝুঁঁকি অর্থায়ন সম্পর্কিত সভা

    mir khairul alam
    ডিসেম্বর ২৪, ২০২৪ ৫:৫৭ অপরাহ্ণ
    Link Copied!

    বি. এম. জুলফিকার রায়হান, তালা: সাতক্ষীরায় জেলা পর্যায়ে জলবায়ু ও দুর্যোগ ঝুঁকি অর্থায়ন এবং বীমা সম্পর্কিত মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় জাতীয়ভাবে সমন্বিত উদ্যোগ সহ পরিকল্পনা জরুরী। বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী না হলেও অন্যতম ক্ষতিগ্রস্ত দেশ। জলবায়ু পরিবর্তানের ফলে বিশেষ করে উপক‚লীয় এলাকায় বাস্তুহীন ও গৃহহীন মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। পাশাপাশি ফসল ও মৎস্য উৎপাদন কমছে এবং এলাকায় লবনাক্ততা বাড়ছে। পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি বৃদ্ধির পাশাপাশি খেটে খাওয়া মানুষ বিশেষ করে নারী ও শিশু স্বাস্থ্য হুমকির মুখে পড়ছে।
    সোমবার (২৩ ডিসেম্বর) সকালে সাতক্ষীরার পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অ্যাওসেড’র উদ্যোগে এবং কেয়ার বাংলাদেশের সহযোগিতায় জেলা ম্যাপ’র উক্ত মতবিনিময় ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সিডিআরএফআই প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরা জেলা ম্যাপের উপদেষ্টা অধ্যক্ষ আশেক-ই-ইলাহী। সভায় কপ-২৯ এর অভিজ্ঞতা বিনিময় করেন, সিডিআরএফআই প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক হেলেনা খাতুন। তিনি কপ-২৯ পূর্ববর্তী ও কপ চলাকালীন সময়ে অ্যাওসেড এর অংশগ্রহণ ও অর্জন বিষেয়ে আলোচনা করেন।
    জলবাযু পরিবর্তনের দায় ও আমাদের ঝুঁকি বিষয়ে আলোচনা করেন, সাতক্ষীরা ম্যাপের সদস্য ও চাঁদপুর ভালুকা কলেজের শিক্ষক মো. শরীফুল ইসলাম। সভা সঞ্চালনা করেন, সাতক্ষীরা ম্যাপের সদস্য সচিব শরিফুল্লাহ কায়সার সুমন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা ম্যাপ’র উপদেষ্টা ও নাগরীক নেতা অ্যাড. আবুল কালাম আজাদ, ম্যাপ সদস্য অ্যাড. নাজমুন নাহার, আমিনা বিলকিস ময়না, শ্যামল কুমার বিশ্বাস, বি. এম. জুলফিকার রায়হান, ইমন, আব্দুস সালাম, সাইফুল ইসলাম, ওমর ফারুক ও মনিরা সুলতানা প্রমুখ।
    এসময় বক্তারা আরও বলেন, যে কোন নীতি গ্রহণের ক্ষেত্রে স্থানীয় জনগোষ্ঠীর অভিমত গুরুত্বপূর্ণ। ভুক্তভোগী ও সংকটাপন্ন মানুষ কিভাবে তাদের ক্ষতি পুষিয়ে উঠবেন বা কিভাবে ক্ষতিপূরণ পেতে পারেন; তার সুস্পষ্ট ব্যবস্থাপনা থাকতে হবে। জলবায়ূ পরিবর্তন মোকাবেলায় দেশী ও আন্তর্জাতিক আইন-নীতিমালাগুলোর সমন্বয় করতে হবে এবং সকল শ্রেণি-পেশার মানুষকে সচেতনভাবে এসব কাজে সম্পৃক্ত হতে হবে।
    সভায় অ্যাওসেড’র প্রকল্প কর্মকর্তা বাহালুল আলম ও চায়না দাস সহ সাতক্ষীরা জেলা মাল্টি অ্যাক্টর প্লাটফর্ম (ম্যাপ) এর সদস্যরা উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।