জুলাই গণঅভ্যুত্থান শহীদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করে দ্বিতীয় রাউন্ডে উঠেছে সাতক্ষীরা জেলা ছাত্র কল্যাণ পরিষদ। ঢাকা কলেজ মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে তারা ২৬ রানের ব্যবধানে সিরাজগঞ্জ জেলা ছাত্র কল্যাণ পরিষদকে পরাজিত করেছে।
সাতক্ষীরা দলের অধিনায়ক আজাদের কৌশলী নেতৃত্বে দলটি প্রথম ইনিংসে ১৪৩ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে। দলের ব্যাটিং লাইনের নায়ক ছিলেন মুর্শিদ, যিনি দুর্দান্ত ৬৮ রান করে ম্যাচের সেরা ব্যাটার নির্বাচিত হন। বোলিংয়েও ছিল অসাধারণ পারফরম্যান্স; দলের অনিক ৩টি উইকেট শিকার করে প্রতিপক্ষের ব্যাটিং লাইনকে ভেঙে দেন।
ম্যাচ শেষে সাতক্ষীরা জেলা ছাত্র কল্যাণ পরিষদের অধিনায়ক আজাদ বলেন, “দলের প্রত্যেকেই নিজেদের সর্বোচ্চটা দিয়েছে। মুর্শিদ আর অনিকের পারফরম্যান্স ছিল অসাধারণ। আশা করছি, পরের রাউন্ডেও আমরা একই ধারাবাহিকতা বজায় রাখতে পারবো।”
খেলায় উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব সাইদুল হোসেন সাঈদ, জনাব শাহিনুর রহমান শাহিন,জনাব এস এম সাইদুর রহমান সাইফ,জনাব ফেরদৌস ইসলাম,সাইফুল কবির। এছাড়া আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি রেজওয়ান হোসেন এবং সাধারণ সম্পাদক মাসুদসহ সাধারণ শিক্ষার্থীরা।