সাতক্ষীরা রাত ১০:৫৮ শুক্রবার , ২০ ডিসেম্বর ২০২৪
  • ১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ ২৮শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
    1. অর্থনীতি
    2. আইসিটি
    3. আন্তর্জাতিক
    4. আশাশুনি
    5. উপকূল
    6. কলারোয়া
    7. কালিগঞ্জ
    8. খুলনা
    9. খেলার খবর
    10. জাতীয়
    11. জেলার খবর
    12. জ্বালানি
    13. তালা
    14. দেবহাটা
    15. পাইকগাছা

    জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে ২য় রাউন্ডে সাতক্ষীরা জেলা ছাত্র কল্যাণ পরিষদ

    mir khairul alam
    ডিসেম্বর ২০, ২০২৪ ৭:১৯ অপরাহ্ণ
    Link Copied!

    জুলাই গণঅভ্যুত্থান শহীদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করে দ্বিতীয় রাউন্ডে উঠেছে সাতক্ষীরা জেলা ছাত্র কল্যাণ পরিষদ। ঢাকা কলেজ মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে তারা ২৬ রানের ব্যবধানে সিরাজগঞ্জ জেলা ছাত্র কল্যাণ পরিষদকে পরাজিত করেছে।

    সাতক্ষীরা দলের অধিনায়ক আজাদের কৌশলী নেতৃত্বে দলটি প্রথম ইনিংসে ১৪৩ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে। দলের ব্যাটিং লাইনের নায়ক ছিলেন মুর্শিদ, যিনি দুর্দান্ত ৬৮ রান করে ম্যাচের সেরা ব্যাটার নির্বাচিত হন। বোলিংয়েও ছিল অসাধারণ পারফরম্যান্স; দলের অনিক ৩টি উইকেট শিকার করে প্রতিপক্ষের ব্যাটিং লাইনকে ভেঙে দেন।

    ম্যাচ শেষে সাতক্ষীরা জেলা ছাত্র কল্যাণ পরিষদের অধিনায়ক আজাদ বলেন, “দলের প্রত্যেকেই নিজেদের সর্বোচ্চটা দিয়েছে। মুর্শিদ আর অনিকের পারফরম্যান্স ছিল অসাধারণ। আশা করছি, পরের রাউন্ডেও আমরা একই ধারাবাহিকতা বজায় রাখতে পারবো।”

    খেলায় উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব সাইদুল হোসেন সাঈদ, জনাব শাহিনুর রহমান শাহিন,জনাব এস এম সাইদুর রহমান সাইফ,জনাব ফেরদৌস ইসলাম,সাইফুল কবির। এছাড়া আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি রেজওয়ান হোসেন এবং সাধারণ সম্পাদক মাসুদসহ সাধারণ শিক্ষার্থীরা।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।