তালা প্রতিনিধি
বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করণীয় শীর্ষক পর্যালোচনা সভা বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে তালার শাহাপুর উইমেন জব ক্রিয়েশন সেন্টার অফিসে অনুষ্ঠিত হয়। উইমেন জব ক্রিয়েশন সেন্টারের বাস্তবায়নে এবং EDUCO ও Tearfund -এর সহযোগিতায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল। সভাপতিত্ব করেন, উইমেন জব ক্রিয়েশন সেন্টারের নির্বাহী পরিচালক আশরাফুন্নাহার আশা।
অধ্যাপক রেজাউল করিমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাছুম বিল্লাহ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, সমাজসেবা অফিসার মনোজ কান্তি রায়, যুব উন্নয়ন অফিসার আশুতোষ কুমার বিশ্বাস ও জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু প্রমুখ।
এ সময় জলবায়ু নেটওয়ার্কিং কমিটির সদস্য অধ্যাপক অচিন্ত্য সাহা, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, সাংবাদিক বিএম জুলিফিকার রায়হান, সহঃঅধ্যাপক কামরুজ্জামান, শেখ সেলিম আক্তার স্বপন, সাবিনা খাতুন, গুলশাহানারা খাতুন, রহিমা খাতুন, গাজী শহীদুল্লাহ, আফজাল হোসেন, টুম্পা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।