তালা প্রতিনিধি: তালার খেশরা ইউনিয়ন মাল্টি এ্যাকটর প্লাটফরম এর জলাবায়ু ও দূর্যোগ ঝুঁকির অর্থ ও বীমা সম্পর্কিত দক্ষতা বৃদ্ধিমূলক সভা বুধবার (১৮ ডিসেম্বর) সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অ্যাওসেড এর বাস্তবায়নে এবং কেয়ার বাংলাদেশ এর সহযোগিতায় সিডিআরএফআই প্রকল্পের অধীনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, খেশরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও খেশরা ইউনিয়ন ম্যাপ’র আহবায়ক মো. কামরুল ইসলাম লাল্টু।
সভায়- বাংলাদেশের দূর্যোগসমূহ, ভূতাত্তি¡বক ও জলবায়ু পরিবর্তন জনিত কারণে সৃষ্ট দূর্যোগসমূহ, জলোচ্ছ¡াস, জলোচ্ছ¡াসের উচ্চতা, ঘূর্ণিঝড়ের সতর্ক সংকেত এবং দমকা হওয়ার গতিবেগ সহ জলবায়ু পরিবর্তনজনীত সৃষ্ট সমস্যা, সমস্যার সমাধান বিষয়ে আলোচনা করেন, প্রকল্প ব্যবস্থাপক হেলেনা খাতুন।
ফিল্ড অফিসার চায়না দাশ’র পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মুক্তা পারভীন, যুগ্ম আহবাবায়ক ও সহকারী শিক্ষক মো. সাজ্জাদ হোসেন, সহকারী শিক্ষক আ. হালিম মোড়ল ও ইউপি সদস্য মো. শামসুল হক। এসময় ইউপি সদস্য মো. বিল্লাল হোসেন, আনিসুর রহমান, ইন্দ্রজিৎ বৈরাগী, মনতোষ দাশ, ওবায়দুর রহমান মিঠু, রমিছা খাতুন মনিষা, তাছমিন বেগম এবং ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. আ. মজিদ মোড়লসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।