তালা প্রতিনিধি: উত্তরণের আয়োজনে, দাতা সংস্থা এডুকোর আর্থিক সহায়তায় শিশুশ্রম নিরসন প্রকল্পের আওতায় শিশুশ্রম নিরসন বিষয়ক মুক্ত আলোচনা বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১০ টায় শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের ১২৬ নং পূর্ব কাশিমাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
উত্তরণের সহকারী সমন্বয়কারী সাধনা রানী গুহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান। উত্তরণের প্রজেক্ট ম্যানেজার নাজমা আক্তারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো. শাহাবুদ্দিন সানা এবং হোসনেয়ারা পারভীন রেনু।
এসময় উত্তরণ কর্মকর্তা মো. মাছুদুর রহমান, অলোক কুমার পাল, মো. আনিছুর রহমানসহ কাশিমাড়ী, বুড়িগোয়ালিনি, মুন্সিগঞ্জ ও গাবুরা ব্রীজ স্কুলের শিশু, শিক্ষক, অভিভাবক, শিশু সুরক্ষা কমিটির সদস্য ও কর্মমালিকগণ উপস্থিত ছিলেন।