সাতক্ষীরা রাত ১০:০৯ বুধবার , ১৮ ডিসেম্বর ২০২৪
  • ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ ১৯শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
    1. অর্থনীতি
    2. আইসিটি
    3. আন্তর্জাতিক
    4. আশাশুনি
    5. উপকূল
    6. কলারোয়া
    7. কালিগঞ্জ
    8. খুলনা
    9. খেলার খবর
    10. জাতীয়
    11. জেলার খবর
    12. জ্বালানি
    13. তালা
    14. দেবহাটা
    15. পাইকগাছা
    https://shoyaibenterprise.com/
    আজকের সর্বশেষ সবখবর

    দেবহাটায় রপ্তানির পূর্বে পুষকৃত বিপুল পরিমান চিংড়ি জব্দ, পুড়িয়ে বিনষ্ট

    mir khairul alam
    ডিসেম্বর ১৮, ২০২৪ ৯:২৩ অপরাহ্ণ
    Link Copied!

    দেবহাটা প্রতিনিধি: দেবহাটা থেকে পুষকৃত বিপুল পরিমান গলদা চিংড়ি দেশের বিভিন্ন প্রান্তে পাঠানোর প্রক্কালে ভ্রাম্যমান আদালতে তা জব্দ করা হয়েছে। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে এসব চিংড়ি মাছ জব্দ করে উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান। পরে তা জনসম্মূখে পুড়িয়ে বিনষ্ট করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান জানান, গোপন সংবাদে জানতে পারি যাত্রীবাহি পরিবহনের পুষকৃত গলদা চিংড়ি পাঠানো হচ্ছিল। এসময় খবর পেয়ে ভ্রাম্যমান আদালাতের মাধ্যমে অভিযান পারচালনা করা হয়। এসময় একটি পরিবহন তল্লাশি করে কক্সসিটের বক্স ভর্তি মাছ জব্দ করা হয়। পরে তা পরীক্ষা নিরিক্ষায় মাছ অপদ্রব্য পুষকরার প্রমাণ মেলে। উক্ত জব্দকৃত মাাছগুলো উপজেলা পরিষদ চত্বরে নিয়ে আসা হয়। এরপর বুধবার দুপুরে জনসম্মূখে তা বিনষ্ট করা হয়েছে। এসব মাছ বিনষ্ট কালে সেখানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, সরকারি কেবিএ কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জি, উপজেলা কৃষি অফিসার শওকাত ওসমান, উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, উপজেলা মেরিন এন্ড ফিসারিজ অফিসার সাজ্জাদ হোসেন, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, পারুলিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান ফরহাদ হোসেন হিরা সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।