সাতক্ষীরা বিকাল ৩:০৫ মঙ্গলবার , ১৭ ডিসেম্বর ২০২৪
  • ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ ২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
    1. অর্থনীতি
    2. আইসিটি
    3. আন্তর্জাতিক
    4. আশাশুনি
    5. উপকূল
    6. কলারোয়া
    7. কালিগঞ্জ
    8. খুলনা
    9. খেলার খবর
    10. জাতীয়
    11. জেলার খবর
    12. জ্বালানি
    13. তালা
    14. দেবহাটা
    15. পাইকগাছা
    https://shoyaibenterprise.com/
    আজকের সর্বশেষ সবখবর

    তালায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

    mir khairul alam
    ডিসেম্বর ১৭, ২০২৪ ১১:২৫ পূর্বাহ্ণ
    Link Copied!

    বি. এম. জুলফিকার রায়হান, তালা
    যথাযোগ্য মর্যাদায় ও একাধিক কর্মসূচীর মধ্যদিয়ে সাতক্ষীরার তালায় মহান বিজয় দিবস-২৪ উদযাপন হয়েছে। তালা উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালনে সোমবার (১৬ ডিসেম্বর) উপজেলা প্রাঙ্গনে স্থাপিত স্মৃতি সৌধে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি, তালা সরকারি কলেজ, তালা মহিলা কলেজ, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে। পরে জাতীয় সংঙ্গীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া, ১৯৭১ এবং ২০২৪ এর সকল শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তাদের বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।
    দিনটি উপলক্ষ্যে নানান কর্মসূচীর অংশ হিসেবে তালা শিল্পকলা অ্যাকাডেমি হলরুমে বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সম্বর্ধনা সহ পুরস্কার বিতরন করা হয়। এউপলক্ষ্যে এক আলোচনা তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল নাহারের সঞ্চালনায় সভায় তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিন, তালা থানার ওসি শেখ শাহিনুর রহমান, পাটকেলঘাটা থানার ওসি ময়উদ্দীন, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মফিজ উদ্দীন, সাবেক ডেপুটি কমান্ডার আলাউদ্দিন জোয়ার্দ্দার, উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা মফিদুল্লাহ, বিএনপি নেতা অধ্যাপাক মোশারফ হোসেন, জালালপুর ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক (লিটু), যুবদল নেতা জোয়াদ্দার ফারুক হোসেন, জাহাঙ্গীর হোসেন ও মেহেদী হাসান সাগর প্রমুখ বক্তব্য রাখেন।
    দিবসটি উপলক্ষ্যে এদিন সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এরআগে এদিন প্রত্যুষে তালা ও পাটকেলঘাটায় ৩১বার তোপধ্বনি মধ্য দিয়ে দিবসটি সূচনা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।