সাতক্ষীরা সকাল ১০:০৫ মঙ্গলবার , ৫ মার্চ ২০২৪
  • ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
    1. অর্থনীতি
    2. আইসিটি
    3. আন্তর্জাতিক
    4. আশাশুনি
    5. উপকূল
    6. কলারোয়া
    7. কালিগঞ্জ
    8. খুলনা
    9. খেলার খবর
    10. জাতীয়
    11. জেলার খবর
    12. জ্বালানি
    13. তালা
    14. দেবহাটা
    15. পাইকগাছা
    আজকের সর্বশেষ সবখবর

    লাইসেন্স না থাকায় ডিজিটাল হরমোন ল্যাব ও স্বপ্ন ক্লিনিক বন্ধের নির্দেশ

    Editor
    মার্চ ৫, ২০২৪ ৫:০২ অপরাহ্ণ
    Link Copied!

    নিজস্ব প্রতিনিধি: লাইসেন্স না থাকায় সাতক্ষীরা শহরের ডিজিটাল হরমোন ল্যাব ও স্বপ্ন ক্লিনিক বন্ধের নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

    একই সাথে খাবারের মধ্যে মুরগির পাখনা থাকায় শহরের ঢাকা বিরিয়ানী হাউজকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    মঙ্গলবার (৫ মার্চ) বিকালে শহরের খুলনা রোড মোড় সংলগ্ন ডিজিটাল হরমোন ল্যাব, স্বপ্ন ক্লিনিক ও ঢাকা বিরিয়ানী হাউজে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আকাশের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।

    এ সময় স্বপ্ন ক্লিনিক ও ডিজিটাল হরমোন সেন্টারের অনুমোদন না থাকায় প্রতিষ্ঠান দুটি বন্ধের নির্দেশ দেওয়া হয়। এছাড়া স্বপ্ন ক্লিনিককে ৫ হাজার টাকা ও ডিজিটাল হরমোন সেন্টারকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

    পরে শহরের খুলনা রোড মোড়ের ঢাকা বিরিয়ানি হাউজে অভিযান চালিয়ে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

    অভিযান পরিচালনাকালে আরও উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।