দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় রপ্তানি শিল্প চিংড়িতে অপদ্রব্য পুষ করার অপরাধে দুই ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হযরত আলী যৌথ অভিযান পরিচালনা করেন। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এতে অর্থদন্ড প্রাপ্তরা হলেন পারুলিয়া মৎস্যসেডের ব্যবসায়ী উত্তম কুমার ঘোষ ও জাহাঙ্গীর আলম। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটার পারুলিয়া মৎস্য সেডে অভিযান পরিচালনা করা হয়। এসময় রপ্তানি শিল্প চিংড়িতে অপদ্রব্য পুষ করার মাছ ও সারঞ্জাম উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে ২ ব্যবসায়ীর নিকট থেকে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সাথে ওই ব্যবসায়ীরা আর এ ধরণের অপরাধে জড়াবে না বলেও অঙ্গিকার দিয়েছেন। এছাড়া অভিযানে উদ্ধার হওয়া অপদ্রব্য মেশানো ১শ কেজি গলদা, বাগদা চিংড়ি মাছ জনসম্মুখে পুড়িয়ে মাটি চাপা দেওয়া হয়। এদিকে অভিযানে উপস্থিতিত ছিলেন পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, উপজেলা মেরিন এন্ড ফিশারিজ অফিসার সাজ্জাদ হোসেন, উপজেলা জামায়াতের সদস্য জিয়াউর রহমান সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।