সাতক্ষীরা ভোর ৫:০৩ মঙ্গলবার , ১০ ডিসেম্বর ২০২৪
  • ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ ২৭শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
    1. অর্থনীতি
    2. আইসিটি
    3. আন্তর্জাতিক
    4. আশাশুনি
    5. উপকূল
    6. কলারোয়া
    7. কালিগঞ্জ
    8. খুলনা
    9. খেলার খবর
    10. জাতীয়
    11. জেলার খবর
    12. জ্বালানি
    13. তালা
    14. দেবহাটা
    15. পাইকগাছা
    https://shoyaibenterprise.com/
    আজকের সর্বশেষ সবখবর

    তালায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন

    mir khairul alam
    ডিসেম্বর ১০, ২০২৪ ৫:১৭ অপরাহ্ণ
    Link Copied!

    তালা প্রতিনিধি: আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ, এখনই- প্রতিপাদ্য স্লোগান সামনে রেখে সাতক্ষীরার তালায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২৪ পালিত হয়েছে। দিবসটি পালনে মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে র‌্যালী, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দাতা সহযোগী মিজেরিওর এর সহযোগীতায়, প্রোমোটিং রাইটস অফ দলিত ইন বাংলাদেশ (পিআরডিবি) প্রকল্পের আওতায় বেসরকারি সংগঠন পরিত্রাণ দিবসটি পালনে নানাবিধ কর্মসূচীর আয়োজন করে।
    দিবসটি উপলক্ষ্যে এদিন সকালে পরিত্রাণ’র তালা অফিস থেকে শুরু হওয়া র‌্যালী উপশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শেখ সফিকুল ইসলাম। দলিত নেত্রী স্বরস্বতী দাসের সভাপতিত্ব ও পরিত্রাণ’র কর্মসূচী সমন্বয়কারী মো. রবিউল ইসলাম’র সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে দলিত কমিউনিটির প্রতিনিধি কংকোনা দাস, পূর্নিমা দাস, দলিত ইম্পাওয়ারমেন্ট ফাউন্ডেশন এর প্রতিনিধি বিপ্লব মন্ডল, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার প্রতিনিধি জুয়েল সরকার, মনিশংকর হালদার, মধুসুদন দাস, পরিত্রাণ এর প্রতিনিধি দীপক চক্রবর্ত্তী, উৎস দাস, সম্পা দাস, রত্না ও রিপন দাস প্রমুখ বক্তব্য রাখেন।
    পক্ষকাল ব্যাপী প্রচারাভিযানের অংশ হিসেবে সমাপনী দিনে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে দলিত জনগোষ্ঠীর প্রতিনিধিরা তাদের বিভিন্ন দাবি তুলে ধরে বলেন- বাংলাদেশে বসবাসরত প্রায় ১ কোটি দলিত মানুষের সমস্যা, বৈষম্য আর বঞ্চনার বিষয়টি সমাধানের দায়ভার রাষ্ট্রকেই নিতে হবে। অনতিবিলম্বে বৈষম্য বিলোপ আইন ও প্রয়োজনীয় সংস্কারসহ পাশ করতে হবে। দলিতদের সাংবিধানিক মর্যাদা রক্ষা করতে হবে এবং সমাজ ও রাষ্ট্র বির্নিমানে দলিতদের অবদানকে স্বীকৃতি প্রদান করে বৈষম্যহীন ও সমতা ভিত্তিক সমাজ বিনির্মাণ করতে হবে। দলিত জনগোষ্ঠীর ভুমিহীনদের মাঝে খাস জমি প্রদান সহ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে দলিত নারীদের জন্য আসন বরাদ্দ করার দাবী জানানো হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।