তালা প্রতিনিধি: তালা ও পাইকগাছা উপজেলার পিছিয়ে পড়া দলিত জনগোষ্ঠীর ৫০জন মেধাবী শিক্ষার্থীকে এসএসসি পরীক্ষার বোর্ড ফি’র টাকা প্রদান করা হয়েছে। দাতা সংস্থা মিশন বাম্বেনী- ইতালী’র সহযোগীতায়, বেসরকারি সংস্থা দলিত’র উদ্যোগে এবং লেটারেসী প্রকল্পের আওতায় ২দিনে ২টি উপজেলায় পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এই অর্থ প্রদান করা হয়।
অর্থ প্রদান উপলক্ষ্যে এক অনুষ্ঠান সোমবার (৯ ডিসেম্বর) সকালে খুলনার পাইকগাছা অফিসার্স ক্লাব কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরীক্ষা ফিসের টাকা প্রদান করেন, পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহাজান আলী শেখ। অপরদিকে রোববার (৮ ডিসেম্বর) সকালে তালা উপজেলা প্রাণি সম্পদ অফিসের সভা কক্ষে ফিসের টাকা প্রদান অনুষ্ঠানে উপজেলা আইসিটি কর্মকর্তা মো. রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টাকা প্রদান উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহমেদ।
দলিত’র প্রকল্প সমন্বয়কারী ধরাদেবী দাস সভা দুটিতে সভাপতিত্ব করেন। সভায় দলিত’র প্রকল্প কর্মকর্তা নেপাল দাস, স্পন্সরশীপ অফিসার অঞ্জনা দাশ সহ স্থানীয় সাংবাদিক এবং উপকারভোগী পরীক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভায় তালা ও পাইকগাছা উপজেলার ১২টি বিদ্যালয়ের ৫০জন দরিদ্র ও দলিত জনগোষ্ঠীর এসএসসি পরীক্ষার্থীকে পরীক্ষার ফিসের টাকা প্রদান করা হয়।