তালা প্রতিনিধি: তালার শাহাপুর উইমেন জব ক্রিয়েশন সেন্টার অফিসে “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের মুখোমুখি অরক্ষিত মানুষের সহনশীলতা শক্তিশালীকরণ” শীর্ষক বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সোমবার (৯ ডিসেম্বর) সকালে উইমেন জব ক্রিয়েশন সেন্টারের বাস্তবায়নে এবং ইডুকো ও টিআরফান্ড-এর সহযোগিতায় কর্মসূচিতে স্থানীয় জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব, সবুজ বনায়ন, পানির নীতি এবং বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।
জলবায়ু পরিবর্তন বিষয়ক নেটওয়ার্কের সভাপতি হাসিনা পারভীন’র সভাপতিত্বে এবং নেটওয়ার্কের সহ-সভাপতি অধ্যাপক রেজাউল করিমের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব ও উইমেন জব ক্রিয়েশন সেন্টারের নির্বাহী পরিচালক আশরাফুন্নাহার আশা।
বক্তব্য রাখেন নেটওয়ার্কের সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান এস.এম লিয়াকত হোসেন, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, সাবেক ইউপি সদস্য রাশেদ সানা, সাংবাদিক বিএম জুলিফিকার রায়হান, সহঃ অধ্যাপক কামরুজ্জামান, শেখ সেলিম আক্তার স্বপন, গুলশাহানারা খাতুন, দিলীপ সানা ও টুম্পা খাতুন প্রমুখ। সভায়- জলবায়ু পরিবর্তন বিষয়ে প্যারিস চুক্তি এবং সেন্ডাই ফার্মওয়ার্ক এর গুরুত্ব তুলে ধরার পাশাপাশি, বৃক্ষরোপণ কর্শসূচী গ্রহনের উপর ব্যপক আলোচনা হয়। এছাড়া, সরকারি ও বেসরকারি অংশীদারিত্বে জলবায়ু পরিবর্তন মোকাবিলার করণীয় নির্ধারণ করা হয়।